বাঁশখালী সমুদ্র সৈকত | Bashkhali Sea Beach 02/05/2021


PC:


কক্সবাজার, পতেঙ্গা বা কুয়াকাটার ভিড়ে বাংলাদেশের অনেকগুলি অজানার মধ্যে ডুবে থাকা বাশখালী সমুদ্র সৈকত অন্যতম। চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত সৈকতটি চুনুয়া, গন্ডামারা, শোড়োল, বাহারচোড়া, খানখানবাদ অঞ্চল জুড়ে ৩ কিলোমিটার জুড়ে বিস্তৃত। নীরব প্রেমীদের জন্য বাশখালী সমুদ্র সৈকত আদর্শ জায়গা। দিগন্তের সূর্যাস্ত, লাল কাঁকড়া এবং সৈকত ফুটবল খেলার রোমাঞ্চ ভ্রমণকারীদের একটি অতুলনীয় আনন্দ দেয়।

 

কক্সবাজারের পর একমাত্র এই বাঁশখালী সবচেয়ে বড় সমুদ্র সৈকত। সৈকতে সারিসারি ঝাউ বাগান। জোয়ার-ভাটার ঢেউয়ের শব্দ আর সমুদ্র লাগোয়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে নির্জনতার জগতে। শেষ বেলায় সমুদ্রের জলরাশির ভেতরে সূর্যের ওপরের অংশের হালকা রক্তিম বৃত্তটা ক্রমেই অস্পষ্ট হতে থাকে। লাল বর্ণ রশ্মিহীন এই সূর্যটা পশ্চিম আকাশে নিয়ে আসে এক অপরূপ শোভা। আকাশের ক্যানভাসে আঁকা বৃহৎ আকৃতির সূর্য, নিচে সমুদ্রের নীল জল, সুদীর্ঘ বেলাভূমি আর এরই পাশে ঘন সবুজ ঝাউবনের সমন্বয়ে বাঁশখালীর সমুদ্র সৈকত ফিরে পায় অপরূপ সৌন্দর্য। এ যেন কল্পনার সৌন্দর্যকেও হার মানায়।

 

কিভাবে যাবেন?

বাঁশখালী সমুদ্র সৈকত যেতে চাইলে ঢাকা বা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে চলে আসুন। চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ/বহাদ্দারহাট বাস টার্মিনাল হতে সিএনজি বা বাসে গুনাগরি বাজার নেমে লোকাল সিএনজিতে বাঁশখালী সমুদ্র সৈকত যেতে পারবেন।

 

কোথায় খাবেন?

বাঁশখালীতে সাধারন মানের বেশ কিছু হোটেল ও মনছুড়িয়া বাজারে খুচরা চা নাস্তার দোকান আছে। এছাড়া চট্টগ্রাম শহরে বাঙ্গালি, চাইনিজ বা ফাস্ট ফুডের বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট আছে। আর সুযোগ থাকলে অবশ্যই চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি খাবার ও কালা ভুনা খেয়ে দেখবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?