বাটালি হিল | Batali Hill 02/05/2021


PC:


ভ্রমণ-প্রেমীদের সুদূরের পাহাড়-পর্বত টানে এক দুর্নিবার আকর্ষণে। তাইতো পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হতে তারা বার বার ছুটে যায় পাহাড়ের কোলে। আর এই মুগ্ধ হোয়ার সুযোগ দিতে যোগ হয়েছে অসংখ্য পাহাড়ের সৌন্দর্যে ঘেরা পুরো চট্টগ্রাম নগরী। পার্বত্য জেলা চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগারপাস এলাকায় অবস্থিত শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম বাটালি হিল। রাস্তা প্যাঁচালো হবার কারণে এটি জিলাপি পাহাড় নামেও পরিচিত। পাহাড়ের সর্বোচ্চ চূড়ার নাম শতায়ু অঙ্গন।

 

২৮০ ফুট উচ্চতার বাটালি হিলের চূড়া থেকে চট্টগ্রাম শহর এবং বঙ্গোপসাগর দেখা যায়। একসময় বাটালি হিলের উপর বাতিঘর এবং ২য় বিশ্বযুদ্ধের সময়  বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাটালী পাহাড়ে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুনের মতো বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে এই পাহাড় বাংলাদেশ গণপূর্ত বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় পাহাড়ের চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো রয়েছে।

 

কিভাবে যাবেন?

রাজধানীর গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে চট্টগ্রামে যাওয়ার হানিফ, এস আলম, ইউনিক, শ্যামলী, সেন্টমার্টিন, টিআর ট্রাভেলস ইত্যাদি বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। রেলপথে, কমলাপুর রেলওয়ে ষ্টেশন বা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতি বা সোনার বাংলা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন। এছাড়া আরো কম সময়ে চট্টগ্রাম যেতে চাইলে আকাশপথকে বেছে নিতে পারেন। চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে বাস, অটোরিকশা বা সিএনজির মতো স্থানীয় পরিবহণে ইস্পাহানী মোড় সংলগ্ন বাটালি হিল যেতে পারবেন।

 

কোথায় খাবেন?

চট্টগ্রাম শহরে বাংলা, চাইনিজ, ফাস্টফুড সহ বিভিন্ন দেশি বিদেশি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট আছে। চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মেজবান এবং গরুর কালাভুনা অন্যতম।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?