সাতুরিয়া জমিদার বাড়ি | Saturia Zamindar Bari 04/05/2021


PC:


PC : Dr. Emdadul Hoque Mamun | CC BY-SA 4.0

 

দক্ষিণ বাংলার ঝালকাঠি থেকে ২১ কিলোমিটার দূরে রাজাপুর উপজেলায় সাতুরিয়া গ্রামে বিখ্যাত এই সাতুরিয়া জমিদার বাড়িটির অবস্থান। ১৭শ শতকে বাংলার বাঘ খ্যাত ‘ফজলুল হক’ এর মাতামহ ইসলামী সাধু পুরুষ শেখ শাহাবুদ্দিন সাতুরিয়ায় ১০০ একর জায়গার উপর এই জমিদার বাড়ী প্রতিষ্ঠা করেন।

 

মুঘল স্থাপত্য রীতিতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে। জমিদার বাড়ির কম্পাউন্ডটি তিন ভবনের সমন্বয়ে গঠিত। চুন, সুরকী এবং ইট দ্বারা ভবন সমূহ নির্মাণ করা হয়েছে। কমপাউন্ডে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত প্রধান ফটক। এই কারুকাজ করা দেয়ালসমূহ ভবনের সৌন্দর্য কয়েকগুণে বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও রয়েছে অনেকগুলো পুকুর, ফুলের বাগান এবং মুঘলীয় রীতিতে নির্মিত ভবন। শেরে বাংলার এ কে ফজলুল হকের স্মৃতি রক্ষার্থে স্মৃতি পাঠাগারসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এখানে। তিনি তার কর্মজীবন এবং রাজনৈতিক জীবনের অনেকটা সময় এখানেই কাটিয়েছেন।

 

কিভাবে যাবেন?

উপকূলীয় ও নদী বহুল অঞ্চল হওয়ার কারণে ঝালকাঠি যাওয়ার জন্য নৌ পথ সবচেয়ে সুবিধাজনক। ঢাকার সদরঘাট থেকে সুন্দরবন ২, এম ভি ফারহান-৭, টি এস মাসুদ, টি এস অস্ট্রিচ, টি এস লেপচা ইত্যাদি লঞ্চ ও স্টিমারে রাজাপুর ঘাটে পৌঁছাতে পারবেন। ঢাকা হতে রাজাপুর পর্যন্ত লঞ্চের ভাড়া শ্রেণীভেদে ১৯০ থেকে ১,৬০০ টাকা। রাজাপুর ঘাটে নেমে যেকোন স্থানীয় পরিবহণে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া জমিদার বাড়ি যেতে পারবেন।

সড়কপথে ঢাকার সায়েদাবাদ বা গাবতলী থেকে বিআরটিসি, উত্তরণ, সুগন্ধা, হানিফ, ঈগল কিংবা সাকুরা পরিবহনে ফেরি পার হয়ে ঝালকাঠি পৌঁছে বাস বা সিএনজি নিয়ে রাজাপুর যেতে হবে। রাজাপুর থেকে রিকশায় সহজেই জমিদার বাড়ি যাওয়া যায়।

 

কোথায় খাবেন?

ঝালকাঠির ষ্টেশন রোডে বেশকিছু রেস্তোরা আছে। আর সুযোগ পেলে অবশ্যই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি, রসমালাই এবং সকাল সন্ধ্যা সুইটসের লুচি ও মিষ্টি খেয়ে দেখবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?