স্বাধীনতা জাদুঘর | Shadhinota Jadughor 04/05/2021


PC:


PC : Shah Nurul Afrad Jemin

 

দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় বাংলাদেশ সৃষ্টির স্মৃতি রক্ষায় নির্মিত ‘স্বাধীনতা জাদুঘর’ ভোলাবসীর জন্য অন্যতম আকর্ষনীয় স্থান ও বিনোদন কেন্দ্র। ফাতেমা খানম কমপ্লেক্সে তোফায়েল আহমেদ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় এক একর জমির ওপর নির্মিত জাদুঘরটির ডিজাইন করেছেন দেশের স্বনামধন্য স্থপতি ফেরদৌস আহমেদ।

 

তরুণ প্রজন্মকে মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এই স্বাধীনতা জাদুঘর গড়ে তোলা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে '৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস, '৫৪ এর ঐক্যফ্রন্ট নির্বাচন, '৬২ এর ছাত্র আন্দোলন, '৬৬ এর ছয় দফা, '৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭০ সালের নির্বাচন, এবং '৭১ এর মহান মুক্তিযুদ্ধ। বিভিন্ন দুর্লভ ঐতিহাসিক ছবি এবং ভিডিও রয়েছে যেখানে দর্শকরা আমাদের জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান পেতে পারেন।

 

যাদুঘরের প্রথম তলায় আপনি বঙ্গভঙ্গ, ব্রিটিশবিরোধী আন্দোলন, দেশ বিভাগ, এবং ’৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস খুঁজে পাবেন। ভাষা আন্দোলনের পথে স্বাধীনতার ইতিহাস এবং ১৯৭১ সালের ১ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণসহ সকল সংগ্রামের ইতিহাসের আলোকে দ্বিতীয় তলটি সাজানো হয়েছে। তৃতীয় তলায় মুক্তিযুদ্ধ, সংগ্রাম ও কৃতিত্বের সাথে শুরু হওয়া সব গণতান্ত্রিক আন্দোলনের এবং জাতির পিতার ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের সংগ্রামী যাত্রার গল্প রয়েছে।

 

কিভাবে যাবেন?

সড়ক ও নৌপথে ভোলা যাওয়া যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম.ভি ভোলা, এম.ভি সম্পদ, এম.ভি কর্ণফুলী, এম.ভি ফারহান ইত্যাদি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাতায়াত করে। সড়ক পথে ভোলা যেতে চাইলে প্রথমে ঢাকা থেকে লক্ষ্মীপুর আসতে হবে। লক্ষ্মীপুর হতে প্রতিদিন দুপুর ১২টায় সী-ট্রাক ভোলা উদ্দেশ্যে ছেড়ে যায়।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?