কবি কাজী কাদের নওয়াজের বাড়ি | Home of poet Kazi Quader Nawaz 18/01/2022


PC:


কাজী কাদের নওয়াজ (Kazi Quader Nawaz) ছিলেন বিশিষ্ট কবি, শিক্ষাবিদ এবং সাহিত্যানুরাগী। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর পারদর্শিতা থাকলেও কবিতার প্রতি ছিল বিশেষ আকর্ষণ। রবীন্দ্র ভাব বলয়ের প্রভাব থাকলেও কবির রচনায় স্বকীয়তা ছিল চোখে পড়ার মত। প্রেম, প্রকৃতি, দেশ, সত্য ও সুন্দরের প্রতি আহবান ছিল তাঁর কবিতার মূল্য উপজীব্য। তৎকালীন সময়ে কবির অসংখ্য লেখাই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হতো।

 

কাজী কাদের নওয়াজ ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। তিনি বর্ধমানের মাথরুন উচ্চ ইংরেজি বিদ্যালয়থেকে এন্ট্রান্স (১৯২৩), বহরম কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়থেকে এমএ (১৯২৯) পাস করেন। ১৯৩২ সালে তিনি বিটি পাস করে সাব-ইন্সপেক্টর অব স্কুল পদে যোগদান করেন। ১৯৪৬ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন।

 

কবি কাজী কাদের নওয়াজের উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে আছে: মরাল (১৯৩৬), দাদুর বৈঠক (১৯৪৭), নীল কুমুদী (১৯৬০), মণিদীপ, ওস্তাদের কদর, মা, প্রায়শ্চাত্ত, চাদদিঘী, হারানো টুপি, কালের হাওয়া, মরুচন্দ্রিকা, দুটি পাখি দুটি তারা (১৯৬৬), উতলা সন্ধ্যা ইত্যাদি। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। যার মধ্যে প্রেসিডেন্ট পদক, বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং মাদার বখশ পুরস্কার ইত্যাদি উল্লেখ্য।

 

তিনি ১৯৬৬ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়াগ্রামে বসবাস করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছিলেন। ১৯৮৩ সালের ৩ জানুয়ারি কবি কাজী কাদের নওয়াজের বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটে। কবির প্রতি ভালবাসা প্রদর্শনের জন্য সারাদেশ হতে সাহিত্যানুরাগী এবং ভ্রমণকারীরা কবি কাজী কাদের নওয়াজের বাড়ি দেখতে আসেন।

 

কিভাবে যাবেন?

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি দেখতে যেতে হলে মাগুরা জেলা সদরের ভায়না মোড় থেকে নতুন বাজার স্ট্যান্ড হয়ে শ্রীপুর বাজার যেতে হয়। শ্রীপুর বাজার বাসস্ট্যান্ড হতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে মুজাদিয়া গ্রামে রয়েছে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি।


কোথায় থাকবেন?

মাগুরার আবাসিক হোটেল ব্যবস্থা তেমন ভালো নয়। মাগুরা জেলায় অবস্থিত হোটেলগুলোর মধ্যে হোটেল চলনতিকা এবং ছায়া বিথী উল্লেখযোগ্য। এছাড়া জেলা পরিষদের ডাক বাংলো এবং মাগুরা সার্কিট হাউজে অনুমতি সাপেক্ষে রাত্রিযাপন করতে পারবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?