রানী ময়নামতির প্রাসাদ কুমিল্লা | Palace of Queen Moynamoti Comilla 20/04/2021


PC: Arif Hossain


কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সৌন্দর্যমন্ডিত রানী ময়নামতির প্রাসাদ ( Palace of Queen Moynamoti Comilla) অবস্থিত। রানীর বাড়ি একটি উঁচু ঢিবিতে অবস্থিত যা পার্শ্ববর্তী পাহাড়ের তুলনায় তুলনামূলকভাবে উঁচু। লালমাই-ময়নামতি পাহাড় হিসাবে খ্যাত, খনন কাজে একটি দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে অঞ্চলটি সম্পর্কে সাধারণ ধারণাটি হলো এটি প্রাচীন বৌদ্ধ ভিক্ষু এবং ভক্তদের একটি পবিত্র স্থান যা বর্তমান জার্নালগুলিকে বিশ্বাস করতে আরও দৃঢ়ভাবে সাহায্য করছে।

 

দেবপর্বত, প্রাচীন বাংলার কেন্দ্রস্থল এবং সমতটের রাজধানী, যা ময়নামতির গল্প ও পৌরাণিক কাহিনীকে অনুরণন করে। লোককাহিনী এবং লোকগানের মাধ্যমে সেই কল্পিত সময়ের চিহ্ন খুঁজে পাওয়া যায়। যদিও সাইটের উত্তরের অংশটি রানির বিহার এবং দক্ষিণাঞ্চলের চন্দ্র চিত্রগ্রন্থ লালাম্বি-বনামের প্রমাণ রয়েছে। এই জায়গার খুব কাছেই গুমতি নদী, যা প্রাচীন কালে কিরোদা নদী নামে পরিচিত ছিল। এখন নদীটি যেখানে আছে, আগের সময় কয়েকশ গজ কাছাকাছি ছিলো। বিস্তৃত স্থানে খনন করা হলে গ্যারিসনের প্রাচীরের ধ্বংসাবশেষও পাওয়া যায়।

 

প্রতিবছর ৭ বৈশাখ এখানে সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই মেলায় ভিড় করেন।

 

কিভাবে যাবেন?

কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড বা কুমিল্লা ক্যান্টনমেন্ট গেইট থেকে অটোরিকশা দিয়ে ময়নামতি সাহেব বাজার এলাকার কাছে অবস্থিত রানী ময়নামতির প্রাসাদ যেতে পারবেন।

 

কোথায় থাকবেন?

কুমিল্লার কান্দিরপাড়, শাসনগাছা ও ষ্টেশন রোড এলাকায় বিভিন্ন মানের হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল সোনালী, হোটেল ভিক্টোরিয়া আবাসিক, আমানিয়া রেস্ট হাউজ, হোটেল ড্রিম ল্যান্ড, মাসুম রেস্ট হাউজ, হোটেল মেলোডি, হোটেল নূর অন্যতম।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?