শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট | Shamser Gazir Bansher Kella Resort 18/04/2021


PC:


শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটি ভারতের সীমান্তবর্তী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গ্রাম বাংলার বিভিন্ন লোকসংস্কৃতি সামগ্রীর সমন্বয়ে নির্মিত হয়েছে। নবাব সিরাজদৌল্লাহর শাসনামলে শমসের গাজী, “ভাটির বাঘ” নামে পরিচিত ছিলেন এবং একই সাথে ত্রিপুরার রাজ্যের রাজা ছিলেন, ছিলেন একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশানাবাদ পরগনার কৃষক বিদ্রোহী নেতা।

 

শমসের গাজীর উত্তরসূরিরাই গড়ে তুলেছে চমৎকার শিল্প মানের এই রিসোর্টটি। একটি জায়গা যেখানে আধুনিক স্থাপত্য আর লোকজ কৃষ্টির মিশে আসবাবপত্র থেকে থাকার ঘর পর্যন্ত সব কিছু সাজানো হয় বাঁশ, খড় আর ছনের এমন নান্দনিক ব্যবহার। নির্মাণশৈলীর দিক দিয়ে এটি থাইল্যান্ড ও জাপানের বিভিন্ন শৈল্পিক রেস্ট হাউজের আদলে গড়া। আর্কিটেক্ট হিসেবে কাজ করেছিলেন কানাডার লুই ইউনিভার্সিটির স্থাপত্য প্রকৌশলী “সুরান না”।

 

কেল্লার প্রবেশপথে সবার চোখে পড়বে ‘ঐকতান’ নামের একটি ঢোল, তবলা, হারমোনিয়াম ও একতারা সংবলিত ভাস্কর্য। আঙ্গিনায় বাগানের পাশে রয়েছে বাঁশের মাচার উপর তৈরি পাহাড়ি ঘর। নানা রকম গাছগাছালি ঘেরা এই রিসোর্টে গাছের ফাঁকে ফাঁকে আছে বসে আড্ডা দেয়ার জন্য ছোট ব্রাঞ্চ। বাগানের পাশেই দৃষ্টিনন্দন লেক আর পারাপারের জন্য সুদৃশ্য ব্রিজ। ইচ্ছে হলে পায়ে চালিত নৌকা দিয়ে ঘুরে বেড়াতে পারেন লেকের পানিতে। লেকের ওপাড়ে গেলেই দেখা পাবেন মাটিতে  হাঁটু গেঁড়ে মাথায় হাত দিয়ে আধ শোয়া চিন্তা মগ্ন স্ট্যাচু। দেখলে হয়তো তার ভাবনা নিয়ে আপনিও ভাবনায় পড়ে যেতে পারেন।

 

কিভাবে যাবেন?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে বারইয়ারহাট নামতে হবে। এরপর রামগড় রোড দিয়ে করেরহাট বাজার পেরিয়ে শুভপুর বাজার। শুভপুর বাজার থেকে  সোজা পূর্বদিকে একটি সরু সড়ক বেয়ে প্রায় ৩ কিলোমিটার সড়ক পার হলেই দেখা মিলবে এই বাঁশের কেল্লার। বারইয়ারহাট থেকে সিএনজি অটোরিকশা যোগে ভাড়া পড়বে ৪০-৫০ টাকা। আবার ফেনী শহর থেকে ছাগলনাইয়া হয়েও শুভপুর যাওয়া যায়।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?