ষোলআনী সৈকত | Sholoani Beach 15/01/2022


PC:


ঢেউয়ের গর্জন, মুক্ত বাতাস, নীল আকাশ অথবা নৌকায় চরে ঢেউয়ের ছন্দ উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন মুন্সিগঞ্জের গজারিয়ার ষোল আনী সৈকতে (Sholoani beach)। ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ  জেলার গজারিয়া থানায় মেঘনা নদীর পাড় ঘেঁষা ষোলআনী প্রজেক্ট বর্তমানে ষোলআনী সৈকত নামে পরিচিত। এই স্থানটি আগে দৌলতপুর নামে পরিচিত ছিল। নদী ভাঙ্গন রোধ করতে মেঘনা নদীর পাড়ে সিসি ব্লক দিয়ে বাধ নির্মাণের ফলে এই স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং তা প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে।

৫ কি.মি. দীর্ঘ এই সৈকতে বসে উপভোগ করতে পারবেন সূর্যাস্ত, নীল মেঘের আনাগোনা, দক্ষিণবঙ্গগামী নৌযান। রাতে চলাচলকারী এই নৌযান গুলো আপনার ভাবনাকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। স্বচ্ছ আকাশে মেঘ দেখে আপনার মনে হবে এ যেন শিল্পির আঁকা কোন প্রতিচ্ছবি। বিকেলের মুক্ত বাতাসে ঢেউ উপভোগ করতে চাইলে আপনি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ঘুরতে পারবেন সেখানে।

 

কিভাবে যাবেন?

ষোলআনী সৈকতে যেতে চাইলে রাজধানী ঢাকার গুলিস্তান থেকে গজারিয়া পরিবহন, দাউদকান্দি অথবা গৌরিপুরগামী বিআরটিসি বাসে ভবেরচর বাস স্ট্যান্ড আসতে হবে। ভবেরচর বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে চড়ে প্রথমে রসুলপুর নেমে অন্য এক সিএনজিতে ষোলআনী স্ট্যান্ড পৌঁছে পায়ে হাটা দূরত্বে অবস্থিত ষোলআনী সৈকতে যাওয়া যায়। এছাড়া চাইলে ভবেরচর বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ নিয়েও সরাসরি ষোলআনী সৈকত আসা যায়।

 

কোথায় খাবেন?

স্থানীয় হোটেলে বিভিন্ন দেশীয় মাছ ও নানা পদের ভর্তা দিয়ে খেতে পারবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?