ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
প্রাকৃতিক পরিবেশে আনন্দময় অবকাশ যাপন এই যান্ত্রিক জীবনের অবসাদ নিমিষেই উড়িয়ে দিতে যেতে পারেন নারায়ণগঞ্জ জেলার বারদী ইউনিয়নের মায়াদ্বীপে (Mayadeep)। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা একটি চর এটি। বারদী ইউনিয়নের অন্তর্গত নুনেরটেক নামে একটি গ্রাম রয়েছে যা মেঘনা নদী দ্বারা সোনারগাঁয়ের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন। নদীপথে সোনারগাঁ থেকে এর দূরত্ব প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার।
প্রায় শত বছর আগে মেঘনার বুক চিরে জেগে ওঠা এই চরের নাম রেখেছিল স্থানীয়রা নুনেরটেক। সেই নুনেরটেকের কোল ঘেঁষেই প্রায় ৩৫-৩৬ বছর আগে জেগে ওঠে আরও একটি চর, যার তিনটি অংশ রয়েছে এবং তিনটি অংশের তিনটি নাম হল গুচ্ছগ্রাম, সবুজবাগ আর রঘুনার চর। এ গুচ্ছ গ্রামের সামনে বিশাল অংশই হল মায়াদ্বীপ। এই দ্বীপটা বেশি একটা বড় না হলেও চারিপাশে শুধু সবুজ আর সবুজ। আবার শরতে সারি সারি কাশবনের সমাহারে যেন হারিয়ে যেতে ইচ্ছে করবে প্রকৃতির মাঝে। কিংবা হালকা শীতে মিষ্টি রোদে বালুকাময় তটভূমির ওপর দিয়ে সকাল কিংবা অস্তগামী সূর্যের আলোয় নিজেকে রাঙাতে কার না ভালো লাগবে! আর গ্রীষ্মের ধু ধু বালি যেন অন্যরূপে ধরা দেয় এ চরে। জ্যোৎস্না রাতে, ভরা চাঁদের হাসিতে হারিয়ে যেতে ইচ্ছে করবে অসীমের মাঝে। এ দ্বীপ চমৎকার একটি স্থান ঘুরে বেড়ানোর জন্য । বর্ষায় এই দ্বীপ পানির নিচে থাকলেও শুকনো মৌসুমে বিরাট অঞ্চল নিয়ে তা দৃষ্টিগোচর হয়।
চমৎকার একটি বিকেল অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন দ্বীপটিতে বসে। নদী থেকে উঠে আসা সতেজ-নির্মল বাতাস আর সবুজের অপার সৌন্দর্য আপনার প্রাণকে করে তুলবে নির্মল আর আনন্দময়। শহরের কংক্রিটের জঞ্জাল থেকে বেড়িয়ে প্রকৃতির স্নিগ্ধ সান্নিধ্য পাওয়ার এর চেয়ে আর ভালো উপায় হয়না। একটানা বয়ে চলা বাতাসে নিজেকে সকল ক্লান্তি থেকে ভারমুক্ত মনে হবে। তাই যে কোন এক বন্ধের দিন চলে যান পরিবারসহ কিছুটা সময় কাটিয়ে আসুন প্রকৃতির এই অপার মাধুর্যে।
কিভাবে যাবেন?
ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাক-এর এসি, নন-এসি বাসে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় চলে আসুন। মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারী চালিত অটোরিকশা কিংবা সিএনজি চেপে বৈদ্যের বাজার নৌকা ঘাটে আসতে হবে। বৈদ্যের বাজার ঘাট হতে সারাদিনের জন্য নৌকা ভাড়া করতে ১০০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে।
কোথায় থাকবেন?
ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো দেখে সন্ধ্যার মধ্যে পূনরায় ঢাকায় ফিরে আসা সম্ভব। তবে রাত্রিযাপনের প্রয়োজনে নারায়ণগঞ্জ শহরের হোটেল মেহরান, হোটেল সোনালি, হোটেল নারায়ণগঞ্জ, হোটেল সুগন্ধা, হোটেল সুরমা ও হোটেল রুপায়ন ইত্যাদিকে বেছে নিতে পারেন।
কোথায় খাবেন?
খাবার খাওয়ার জন্য বৈদ্যের বাজারে সাধারণ মানের হোটেল রয়েছে। আর চাইলে মায়াদ্বীপে খাওয়ার জন্য বৈদ্যের বাজার হতে প্রয়োজনীয় খাবার ও পানি কিনে নিয়ে যেতে পারেন।