ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বরিশাল শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত লাখুটিয়া বাজার। জায়গাটার মূল নাম "লাখোটিয়া" হলেও উচ্চারণ পরিবর্তনের পথ ধরে তা প্রথমে হয় লাখুটিয়া, তারপর লাকুটিয়া আর এখন "লাকুইট্টা"। প্রচলিত আছে একসময় এ অঞ্চলে লাখ লাখ টিয়া পাখি ছিল, সেখান থেকেই লাখেটিয়া বা লাখুটিয়া নামের উৎপত্তি। কিন্তু বাস্তব ইতিহাস হল একসময় এখানে এক বিস্তৃত জমিদারি ছিল রায় চৌধুরীদের। তারা অর্থসম্পদেও ছিল যথেষ্ট বলশালী। একসময় অঞ্চলে রটে যায় যে রায় চৌধুরীরা লাখ টাকার নীচে কথা বলেন না। সেখান থেকে নাম আসে লাখোটিয়া। লাখ থেকে আসে লাখো, টাকা থেকে আসে টিয়া। লাখোটিয়া। এই লাখুটিয়া বাজারের আধা কিমি আগেই বাবুরহাট মোড়। এ মোড় থেকে ইট বিছানো পথে ১০০মিটার হেটে গেলে লাখুটিয়া জমিদারবাড়ী।
কয়েকশ বছর আগে আফগানিস্থান থেকে ব্যবসা করতে আসেন রামচন্দ্র খাঁ। সেখান থেকে গোড়াপত্তন হয় এই জমিদার বংশের।তার পরের বংশধর রুপ চন্দ্র খাঁ। তারপর পরিবর্তন আসে। ‘খাঁ’ পরিবর্তিত হয়ে হয় ‘রায়’। রুপচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায় এ জমিদারবাড়ীর প্রতিষ্ঠাতা। প্রজাবৎসল রাজচন্দ্র রায়ের উদ্যেগেই তৈরী হয় বরিশাল-লাখুটিয়া সড়ক, গোড়াপত্তন হয় বাবুরহাটের। তার আমলে ঘটা করে উদযাপিত হত হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব। জমিদার বাড়ীতে ঢুকতেই হাতের বামে চোখে পড়বে জমিদারদের মন্দির ও সমাধি যার বেশীরভাগই আটচালা দেউল রীতিতে তৈরী। বাড়ীর পূর্বদিকে কয়েকটি ছোট ছোট মঠ অবস্থিত। সবচেয়ে উঁচু মঠের শিলালিপি থেকে জানা যায়, অস্ট্রেলিয়া প্রবাসী পংকজকুমার রায়চৌধুরী তাঁর স্বর্গত পিতা সুরেন্দ্রকুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরানী রায়চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশে এটি তৈরি করেছেন।
প্রায় ভগ্নদশায় দন্ডায়মান দুই তলা জমিদার বাড়ীটি এখন বিএডিসির তত্ত্বাবধানে আছে। বাম পাশে বিএডিসির ট্রাক্টর রাখার ঘর আর ডান পাশে তাঁদের গোডাউন। পেছনে আছে পাকা উঠান যেখানে বীজ শুকানো হয়। বাড়ির আশেপাশে ধানের জমি। জমিদারবাড়ির মূল প্রবেশপথের দক্ষিনদিকে রয়েছে শান বাঁধানো ঘাটওয়ালা সুন্দর একটি দীঘি। বাবু বাড়ীর দীঘি নামে পরিচিত স্থানীয়দের কাছে।
কিভাবে যাবেন?
বরিশালের নুতন বাজার থেকে মহেন্দ্র পাবেন। ওগুলো নিয়ে লাখুটিয়া যেতে পারবেন। সময় লাগবে ২৫-৩০ মিনিট। রিজার্ব যাওয়া আসায় ভাড়া নেবে ২০০/২৫০ টাকা।
বাবুগঞ্জ যেতে চাইলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এ যেতে হবে। ওখান থেকে ৪০ মিনিট পরপর বাবুগঞ্জ এর বাস ছাড়ে। সময় নেবে ৪০/৪৫ মিনিট।