ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
PC : পঙ্কজ মালাকার
বরিশাল জেলা শহরের নতুন বাজার এলাকায় শংকর মঠের অবস্থান। ১৮৮৪ সালের ১২ আগস্ট গলাচিপায় জন্মগ্রহণকারী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতা স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ১৯১২ সালে শ্রী শ্রী শংকর মঠ নামের এই আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর আসল নাম সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। আশ্রম স্থাপনের পরও ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বামী প্রজ্ঞানানন্দের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শংকর মঠ মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসাবে সর্বদা উন্মুক্ত ছিল।
তিন গম্বুজ বিশিষ্ট শংকর মঠের শীর্ষে স্থাপিত রয়েছে ধাতু নির্মিত ‘ওঁ’ চিহ্ন এবং একটি ত্রিশূল। শংকর মঠের অভ্যন্তরে তিনটি কক্ষ রয়েছে। মঠের মূল কক্ষে একটি কষ্টিপাথরে নির্মিত শিবলিঙ্গ রাখা আছে। আর দুইপাশের একটি কক্ষে আছে শংকরানন্দের বিগ্রহ এবং অন্যটিতে স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর সমাধি মন্দির।
বরিশাল শহরে এসে রিকশা বা সিএনজি যোগে শংকর মঠ যেতে পারবেন।