বিবিচিনি শাহী মসজিদ | Bibi Chini Shahi Mosque 04/05/2021


PC:


বরিশাল শহর থেকে প্রায় ৪২.৪ কি.মি দূরে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনিতে এই মসজিদটি অবস্থিত। বরগুনা বেতাগী উপজেলা সদর থেকে আঞ্চলিক মহাসড়ক ধরে উত্তর দিকে ১০ কিলোমিটার পথ এগুলেই বিবিচিনি গ্রাম। উঁচু টিলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মোঘল স্থাপত্যকর্মের এই ঐতিহাসিক মসজিদটি এখন হাজারো মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত।

 

১৬৫৯ সালে হযরত শাহ নেয়ামত উল্লাহ পারস্য থেকে দিল্লীতে আসেন ইসলাম  প্রচার করতে। তৎকালীন দিল্লির সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র বঙ্গদেশের সুবেদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং কতিপয় শিষ্য নিয়ে তিনি ইসলাম প্রচার ও ইবাদতের জন্য এ অঞ্চলে বসবাস করতে লাগেন। শাহ নেয়ামত উল্লাহ দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে এসে পৌঁছলে বিবিচিনিতে শাহজাদা বাংলার সুবেদার মোহাম্মদ শাহ সুজার অনুরোধে এই গ্রামে এক গম্বুজবিশিষ্ট মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটি এবং এখানকার গ্রামটি তারই কন্যা “হায়াচ বিবি চিনির” নামে নামকরন করা হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই তিনটি কবর হল হযরত শাহ নেয়ামত উল্লাহ ও তার দুই কন্যা চিনিবিবি এবং ইশা বিবির। ১৭০০ সালে হযরত শাহ নিয়ামত উল্লাহ এর মৃত্যুর পর তাকে এই মসজিদের পাশেই সমাহিত করা হয়।

 

খিলানের সাহায্যে বানানো প্রাচীন এই মসজিদের দেয়ালে তিনটি প্রবেশ পথ রয়েছে। মসজিদটি ৩৩ ফুট লম্বা, ৩৩ ফুট চওড়া এবং দেয়াল প্রায় ৬ ফুট প্রশস্ত। এছাড়া মসজিদের পাশে ৪০ ফুট থেকে ৪৫ ফুট লম্বা তিনটি কবরগুলো আজ বিলীন হবার পথে। ১৯৮৫ সালে বেতাগী উপজেলার প্রশাসন মসজিদটি প্রথম সংস্কার করে। পরবর্তীতে ১৯৯২ সালে, প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করে এবং এটিকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে তালিকাভুক্ত করে।

 

কিভাবে যাবেন?

বরগুনা থেকে বাসযোগে বেতাগী যাওয়ার পর মোটরসাইকেল অথবা রিক্সাযোগে গন্তব্যস্থলে পৌছে যেতে পারবেন। এমনকি বরিশাল হতে বাসযোগে সরাসরি এই দর্শনীয় স্থানে যেতে পারবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?