রেমা–কালেঙ্গা অভয়ারণ্য | Rema Kalenga Reserved Forest 03/05/2021


PC:


PC : Ahmedfaisal.

রেমা–কালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খুব কাছে এবং ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। হবিগঞ্জ জেলায় বনবিভাগের কালেঙ্গা রেঞ্জের চারটি বিট: কালেঙ্গা, রেমা, রশিদপুর আর ছনবাড়ী নিয়ে এই অভয়ারণ্য গঠিত।

 

রেমা–কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণের অভয়ারণ্য। পূর্ব নাম তরপ পাহাড়। এটি একটি শুকনো ও চিরহরিৎ বন এবং সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। এছাড়াও এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বণ্যপ্রাণী অভয়ারণ্য এবং জীব ও উদ্ভিদবৈচিত্র্যে দেশের সবচেয়ে সমৃদ্ধ বনাঞ্চল।  ১৯৮২ সালের দিকে এই বন রেমা কালেঙ্গা অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। বিস্তীর্ণ এ অঞ্চলটি যেহেতু প্রাকৃতিক বনাঞ্চল, এজন্য বনের দেখভালের জন্য রয়েছে ১১টি ইউনিট ও ৭টি ক্যাম্প। যারা একান্তই পাহাড় পরিবেশের সাথে মিশে যেতে চান, তাদের জন্য উপযুক্ত একটি জায়গা রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য।

 

প্রায় ১,৭৯৫ হেক্টর বৃহৎ বনাঞ্চল বিরল প্রজাতির জীব বৈচিত্র্যের আঁধার। এই বনে আসলে দেখা পাবেন ৩৭ প্রজাতির স্তন্যপায়ী, ১৬৭ প্রজাতির পাখি, সাত প্রজাতির উভচর, ১৮ প্রজাতির সরীসৃপ ও ৬৩৮ প্রজাতির গাছপালা-লতাগুল্মের। বিরল প্রজাতির নানা পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে এই বন। এখানে রয়েছে ভিমরাজ, টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহি বুলবুল, বসন্তবৌরি, শকুন, মথুরা, বনমোরগ, পেঁচা, মাছরাঙা, ঈগল, চিল প্রভৃতি পাখি। এই বনে তিন প্রজাতির বানরের বাস, এগুলো হল: উল্টোলেজি বানর, রেসাস ও নিশাচর লজ্জাবতী বানর। তাছাড়া এখানে পাঁচ প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায়। বন্যপ্রাণীর মধ্যে উল্ল্যেখযোগ্য আরও রয়েছে মুখপোড়া হনুমান, চশমাপড়া হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, দেশি বন শুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি। কোবরা, দুধরাজ, দাঁড়াশ, লাউডগা প্রভৃতি সহ এ বনে আঠারো প্রজাতির সাপের দেখা পাওয়া যায়।

 

রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ছবির মতো সুন্দর ৩০ মিনিট, ১ ঘন্টা ও ৩ ঘন্টার তিনটি ট্রেইল রয়েছে। একনজরে বনের সৌন্দর্য উপভোগের জন্য আছে একটি সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। আর পর্যবেক্ষণ টাওয়ার ঘিরে রয়েছে একটি মনোরম লেক। আছে ত্রিপুরা, সাঁওতাল, তেলেগু ও উড়ং সম্প্রদায়ের আদিবাসীদের পাড়া। এছাড়া বনের বিজিবি ক্যাম্পের কাছে বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েক আব্দুল মান্নান বীরউত্তমের সমাধি রয়েছে। ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর এই স্থানে এই বীর যোদ্ধা শাহাদাৎ লাভ করেন। সমাধির পাশে সেগুন গাছে এখনও গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়।

 

কিভাবে যাবেন?

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে বাসে/ট্রেনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আসতে হবে। শায়েস্তাগঞ্জ হতে ১০ টাকা জনপ্রতি টমটমে করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে ২০টাকা সিএনজি ভাড়ায় চুনারুঘাট মধ্যবাজার পৌঁছে সেখান থেকে সরাসরি ৭০ টাকা সিএনজি ভাড়ায় কালেঙ্গা বাজার নেমে ১০-১৫ মিনিট হাঁটলেই রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য মেইন গেট পৌঁছে যাবেন। যদি সরাসরি শায়েস্তাগঞ্জ হইতে কালেঙ্গা বাজার লেগুনা রিজার্ভ করতে চান তবে অবশ্যই দামাদামি করে নিবেন,  ভাড়া লাগতে পারে ১০০০-১২০০ টাকা। এছাড়া ঢাকা হতে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল নেমে সেখান থেকে জিপ নিয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে আসতে পারবেন। ভাড়া লাগবে ২০০০-৩০০০ টাকা।

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?