লালঘাট ঝর্ণা | Lalghat Waterfall 03/05/2021


PC: হাবিব সরোয়ার আজাদ


সীমান্তের ১১৯৬ মেইন পিলারের ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের সবুজের বুক চিরে লালঘাট ঝর্ণাটি সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত। উপজেলা সদর হতে নৌ পথে ১৫ কিলোমিটার এবং সড়কপথে ২২ কিলোমিটার পথে পাড়ি দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে সীমান্তবর্তী স্থানে ঝর্ণাটির অবস্থান। এর পাশেই রয়েছে লালঘাট উপজাতি পল্লী। উপজাতি গ্রামটির চারপাশে রয়েছে বিভিন্ন গাছপালা  এবং ফুলের বাগান। চারপাশে সবুজের অনিন্দ্য সৌন্দর্যের সমারোহ।

 

হাজং সম্প্রদায়ের ৩০-৩৫ টি পরিবারের বসবাস এখানে। এছাড়া আশপাশে শতাধিক বাঙালী পরিবারও রয়েছে।গ্রামের বসতির চারপাশে আছে পাহাড়ি বনজ, ফলজ ও বিভিন্ন প্রকার ফুলের গাছ। লালঘাট গ্রামের একপাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা চুনা পাথরের পাহাড়, ভারতীয় লাল ঘাট ও বিএসএফ জোয়ানদের ক্যাম্প দেখা যায়। বর্তমানে প্রকৃতির আশীর্বাদে অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত মনোমুগ্ধকর লালঘাট ঝর্ণাধারা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

 

কিভাবে যাবেন?

লালঘাট ঝর্ণাধারা দেখতে যেতে হলে প্রথমে সুনামগঞ্জ জেলায় আসতে হবে। টেকেরহাট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কের লাগোয়া আদিবাসী পল্লীর পাশে লালাঘাট ঝর্ণাধারার অবস্থান। তাহিরপুর উপজেলার সদর থেকে নৌপথে ১৫ কিলোমিটার এবং সড়কপথে ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালঘাট ঝর্ণায় যেতে হয়। টেকেরঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাইক ভাড়া পাওয়া যায়।

 

কোথায় খাবেন?

তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়া রেস্টুরেন্ট, হোটেল আফরোজ ও ভাই ভাই রেস্টুরেন্টে সাধারণ মানের বাঙ্গালী খাবার খেতে পারবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?