ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
হাজারো ঐতিহ্যবাহী নিদর্শনে ভরপুর আমাদের দেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো শত শত বছরের মহিমাকে বুকে ধারণ করে আমাদের গৌরবময় ইতিহাসের অস্তিত্বকে জানান দেয়। প্রতিটি জেলার এসব ঐতিহাসিক স্থাপনা যেমন আমাদের দেশের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ তেমনি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। এসকল স্থাপনার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে দেশের নানান স্থানের মসজিদ। তাইতো বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ স্থান সুনামগঞ্জে রাজকীয় মহিমায় দাঁড়িয়ে আছে পাগলার রায়পুর বড় জামে মসজিদটি।
শতবর্ষ পুরনো এই স্থাপত্যটি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার নামক স্থানে মহাসিং নদীর তীরে অবস্থিত। ১৯৩১ সালে স্থানীয় ব্যবসায়ী ইয়াসীন মির্জা ভারত থেকে দক্ষ স্থপতি মুমিন আস্তাগারের মধ্যমে রায়পুর বড় জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। ১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টানা দশ বছর কাজ চলার পর মসজিদটি বর্তমান রুপ লাভ করে। দ্বিতল এই মসজিদের মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। মসজিদের ছাদের ২৫ ফুট উচ্চতার ৩টি গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার রয়েছে।
ভারতের মোঘল স্থাপত্যকলার মসজিদের রূপায়ন লক্ষ্য করা যায় এই মসজিদে। মূল স্থপতি মুমিন আস্তাগারের পূর্বপুরুষ ভারতের তাজমহলে কাজ করেছেন বলে ধারণা করা হয়। দ্বিতল বিশিষ্ট এই মসজিদটিতে ৬৮ ফুট দৈর্ঘ্য ও বারান্দাসহ ২৫ ফুট প্রস্থের গম্বুজসহ মোট উচ্চতা ৪০ ফুট ও ছয়টি স্তম্ভের উপর ছয়টি মিনার,তিনটি বিশাল গম্বুজ এবং ছোট সাইজের আরও বারোটি মিনার রয়েছে। মসজিদের চারদিকে স্থাপিত কারুকার্যখচিত টাইলসগুলো আনা হয়েছে ইতালি, জার্মানি ও ইংল্যান্ড থেকে। প্রত্যেকটা প্রবেশদ্বারে পাথর খচিত খিলান, ছাদ ও গম্বুজের চারপাশে পাথর খোদাই করা পাতার ডিজাইন গ্রামীণ স্টাইলে করা হয়েছে যা মসজিদটিকে করেছে অত্যন্ত আকর্ষণীয়।
কিভাবে যাবেন?
সুনামগঞ্জ জেলা সদর থেকে সিএনজি বা অটোরিকশার মত স্থানীয় যানবাহনে চড়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত রায়পুর বড় জামে মসজিদ পৌঁছাতে পারবেন।
কোথায় খাবেন?
সুনামগঞ্জে বিশেষভাবে প্রসিদ্ধ কোন খাবার রেস্টুরেন্ট নেই। মাঝারি মানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট থেকে নিজের প্রয়োজনীয় খাবারের চাহিদা মেটাতে পারবেন। এদের মধ্যে পাঁচ ভাই, ফাইভ স্টার, জনতা, হোটেল রাজ প্রভৃতি অন্যতম।