ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
হাজীগঞ্জ মসজিদটি চাঁদপুরের হাজীগঞ্জের প্রাচীনতম এবং বৃহত্তম মসজিদ। মূলত, পোড়ামাটির বোঝা দ্বৈত আর্কিটেকচারাল অবকাঠামো চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারের মাঝখানে অবস্থিত। প্রায় ২৮৪০৫ বর্গফুটের এই মসজিদটির ধারণ ক্ষমতা প্রায় ১০০০০ হাজার মুসল্লি। হিসেব মতে এটি দেশের ৬ষ্ঠ বৃহত্তম মসজিদ। এছাড়া জুমাতুল বিদা’র বৃহত্তম জামাতের মসজিদ হিসেবে খ্যাত এই পবিত্র স্থাপনা টি।
খড়ের তৈরি একচালা এবাদতখানা থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে মসজিদটি খড়ের দোচালা এবং পরবর্তীতে টিনের দোচালা মসজিদের রূপ লাভ করে। পরবর্তীতে বাংলা ১৩৩৭ সনের ১৭ আশ্বিন হযরত মাওলানা আবুল ফারাহ জৈনপুরী (রঃ) কতৃক পাকা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করানো হয়। নির্মাণ কালীন সময়ে এই এলাকায় কোন ইটভাটা না থাকায় তিনি এখানে রেল লাইনের পাশে ইটভাটা তৈরি করেন যা আজও সেখানে দেখতে পাওয়া যায়। এছাড়া হাজী আহমদ আলী পাটোয়ারি জাহাজ ভাড়া করে কলকাতা থেকে লোহার ভীম ও মর্মর পাথর নিয়ে আসেন মসজিদ তৈরির জন্য।
দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ এবং অলঙ্করণে ইট, টেরাকোটা ও টাইলস এর ব্যবহার দেখতে পাওয়া যায়। এছাড়া দুতলা বিশিষ্ট বিশাল এই মসজিদটিতে ২ টি গম্বুজ ও ১ টি মিনার রয়েছে। মিনারটির উচ্চতা ১৮৮ ফুট। সুদীর্ঘ এই মিনারে উঠার জন্য রয়েছে সিঁড়ি। জানা যায় মসজিদটির কাজ সমাপ্তির পর ১৩৪৪ সনের ১০ অগ্রহায়ণ প্রথম জুমার নামাজের আযান দেয়া হয়। উক্ত জুমার নামাজে উপস্থিত হন অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী একেএম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নওয়াব মোশারফ হোসেন ও নওয়াবজাদা খাজা নসরুল্লাহ্সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত দিবসে নামাজের ইমামতি করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবুল বাশার জৈনপুরী (র:) এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
কিভাবে যাবেন?
চাঁদপুরের তালতলা বাস স্টান্ড থেকে হাজীগঞ্জগামী বাসে চড়ে বাসের হেলপারকে বড় মসজিদের নাম বললে মসজিদের সামনে বাস থেকে নামতে পারবেন।
কোথায় খাবেন?
খিদে মেটানোর জন্য চাঁদপুরে বিভিন্ন মানের বেশকিছু খাবার হোটেল রয়েছে। আপনার পছন্দমত যেকোন হোটেলে খাবার খেয়ে নিতে পারবেন। কম দামে খাবার খেতে চাইলে চাঁদপুর লঞ্চ টার্মিনালের ডান পাশে অবস্থিত বিআইডব্লিউটিএ ক্যান্টিনে ঢু মারতে পারেন। অবশ্যই ফরিদগঞ্জের আউয়াল ভাইয়ের মিষ্টি এবং ওয়ান মিনিট আইসক্রিম এর স্বাদ নিতে পারেন। যেহেতু ইলিশের রাজধানী চাঁদপুরে এসেছেন, আর এখানে এসে ইলিশ মিস করা কি ঠিক হবে? তাজা ইলিশ খেতে হলে বড়স্টেশনের ঝুপড়ির হোটেল অথবা লঞ্চ ঘাটের হোটেল গুলোতে খেতে পারেন।