ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বিজয় সিংহ দিঘী ফেনী জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী হ্রদ। দেখার জন্য অন্যান্য দিঘীর মধ্যে এটিই সেরা। এটি সেন বংশের প্রতিষ্ঠাতা, মহান রাজা বিজয় সেনের মনোমুগ্ধ কাজের মধ্যে একটি যা ফেনী শহর থেকে পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে এবং ফেনী সার্কিট হাউজের ঠিক আগে বিজয় সিং গ্রামে অবস্থিত। হ্রদটি প্রায় ৩৭.৫৭ একর জায়গা জুড়ে বেষ্টিত। মনোহর এই লেকটি দেখতে বিভিন্ন স্থানের লোকেরা এখানে আসেন।
ফেনী শহরের জিরো পয়েন্টে এ দিঘীর অবস্থান। জনশ্রুতি আছে, ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী রাজার কন্যার অন্ধত্ব দুর করার মানতে প্রায় ৫/৭ শত বছর পূর্বে এ দীঘি খনন করা হয়। বর্তমানে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ, অফিসার্স ক্লাব, জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে। প্রখ্যাত উপন্যাসিক জহির রায়হান, ‘হাজার বছর ধরে’ উপন্যাসে উল্লেখ করেছেন যে কমলা সুন্দরীকে জিন দিঘিতে নামানো হয়েছিল। অনেকে মনে করেন যে উপন্যাসটিতে এই দিঘীর সম্পর্কেই বলা হয়েছে।
কিভাবে যাবেন?
ফেনী জেলা ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায় এখানে। অথবা রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে পারেন বিজয় সিংহ দিঘীতে।