রাজাঝির দীঘি | Rajajir Digi 18/04/2021


PC:


বাংলাদেশের অনাবিল গ্রাম-বাংলার সৌন্দর্যে দিগন্ত জোড়া দিঘি এক অন্যতম অনুষঙ্গ। বাংলায় যেমন রয়েছে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার আর প্রাচীন স্থাপনা তেমনি সেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য উপকথা, লোককথা ও কল্পকাহিনী।  আর তেমনি দলটিকে সৌন্দর্যমন্ডিত করতে যোগ হলো ফেনীর ঐতিহ্যবাহী রাজাঝির দিঘী।

 

ফেনী জেলার জিরো পয়েন্টে ফেনী রোড ও ফেনী ট্রাংক রোডের সংযোগ স্থলে রাজাঝির দিঘী অবস্থিত। এই দিঘিটি যেমন সৌন্দর্যে ঘেরা তেমনই এটি জড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের সাথে। রাজাঝির দীঘির আরেকটি নাম হল রাজনন্দিনীর দীঘি। লোককথা প্রচলিত আছে, ত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানসে প্রায় পাঁচ-সাত শত বছর পূর্বে এ দীঘিটি খনন করেছিলেন। স্থানীয় ভাষায় কন্যা-কে ঝি বলা হয়। তাই দীঘিটির নামকরণ করা হয় রাজাঝির দিঘী।

 

রাজাঝির দীঘির মোট আয়তন ১০.৩২ একর। দীঘির স্বচ্ছ জল আর চারপাশের নির্মল সৌন্দর্য এখনো বজায় আছে। কংক্রিটের জঞ্জাল থেকে বেড়িয়ে নির্মল বায়ুতে প্রশ্বাস নিতে নগরবাসী ছুটে আসেন এই দিঘীর পাড়ে। দর্শনার্থীর বসার জন্য দিঘীর পূর্ব-দক্ষিণ পাশে গাড়ের উপর পাকা সিঁড়ি রয়েছে। চলাচলের জন্য দীঘির দুইপাশ (উত্তর ও পশ্চিম) কিছুটা উম্মুক্ত রাখা হয়েছে। দীঘির জলে যাতে সবাই নামতে পারে সেইজন্য তিন পাশে পাঁচটি সিঁড়ির নির্মাণ করা হয়েছে।

 

কিভাবে যাবেন?

দেশের যেকোনো স্থান থেকে ফেনীর বাসে চড়ে মহিপাল বাস স্ট্যান্ডে নামতে পারেন। সেখান থেকে রিক্সা অথবা সিএনজি যোগে পৌঁছে পারবেন রাজাঝির দিঘী। এছাড়া ট্রেনে গেলে রেলওয়ে স্টেশন থেকে রিকশাযোগেও পৌঁছাতে পারেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?