প্রতাপপুর জমিদার বাড়ি | Pratappur Zamindar Bari 18/04/2021


PC:


প্রায় ১৩ একড় জায়গা জুড়ে নির্মাণকৃত প্রতাপপুর জমিদার বাড়ি ফেনী  জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। জানা যায়, ১৮৫০ মতান্তরে ১৮৬০ সালে জমিদার রাজকৃঞ্চ সাহা ৮শ’ শতক জায়গায় দৃষ্টিনন্দন করে বাড়িটি নির্মাণ করেন। নিজ নামেই তিনি নির্মাণ করে যান রাজপ্রাসাদসম বাড়ি। সেই সময়ে আশেপাশের অঞ্চলের জমিদাররা সফরবিরতিতে প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করতেন। আর এই বাড়ি থেকেই অত্র এলাকার শাসনকার্য পরিচালনা করা হত।

 

দাগনভূঞায় কয়েকটি চৌধুরী, ভূঞা এবং জমিদার বংশের মধ্যে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল শীর্ষে। তারা ছিল আশপাশের এলাকার জন্য প্রভাবশালী।  ব্রিটিশ আমলে বাড়ির জমিদার রাজকৃঞ্চ সাহা এবং তার ৫ ছেলে জমির খাজনাদি আদায় করতেন। বাড়িটির একমাত্র কেয়ারটেকার দিনেশ বাবু থেকে জানা যায়, জমিদারী ক্ষমতা চলে যাওয়ার পরেও এখানে তাদের বংশধররা এই বাড়িতে থাকত। কিন্তু তখন ডাকাতের প্রবণতা বেশী থাকার সাপেক্ষে জমিদারের বংশধররা এই বাড়ী ছেড়ে অন্যত্র চলে যায়। এখন তাদের বংশধররা কাজের সূত্র ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছেন।

 

৬টি ঐতিহাসিক ভবন, ১৩টি পুকুর নিয়ে সবুজে শ্যামলে ভরা এক সৌন্দর্যের অধিকারী এই রাজবাড়ী। প্রায় ১৫০ বছরের পুরনো পুকুর গুলোতে এখনো মাছ চাষ করা হয়। এছাড়াও প্রায় ৫০টিরও বেশী নারিকেল গাছ, সুপারি গাছসহ আম, কাঁঠাল,এবং বহু প্রজাতির গাছ নিয়ে এখনো বিষম দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। বাড়িটির অতীতকে ঢেলে সাজাতে এখনো প্রতি বছর ৯,১০,১১ ফাল্গুন তিন দিন ব্যাপি অনুষ্ঠান হয়। যেখানে তাদের বংশধররা একত্রিত হয়। আশপাশের গ্রাম থেকে অনেকেই আসেন এই অতীতের সাক্ষী হতে।

 

কিভাবে যাবেন?

ঢাকা থেকে ট্রেনে চরে ফেনী আসলে রেলওয়ে ষ্টেশনের সামনে থাকে ইজিবাইক, সিএনজি বা শহর বাস সার্ভিসে মহিপাল বাস স্ট্যান্ড চলে আসুন। আর ঢাকা থেকে বাসে ফেনী আসলে সরাসরি মহিপালে নেমতে পারবেন। মহিপাল বাস স্ট্যান্ড হতে নোয়াখালীগামী সুগন্ধা কিং বাসে ২০-২৫ টাকা ভাড়ায় সেবারহাট বাজারে চলে যান। নোয়াখালী জেলার অন্তর্গত সেবারহাট বাজারে নেমে প্রতাপপুর বাজার যাওয়ার সিএনজি পাওয়া যায়। প্রতাপপুর বাজারের পাশেই প্রতাপপুর জমিদার বাড়ির অবস্থান।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?