রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি | Rai Bahadur Sreenath Institution 15/01/2022


PC:


মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখের নগর গ্রামে প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহাসিক রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি (Rai Bahadur Sreenath Institution) অবস্থিত। ইছামতি নদীর একেবারে কুল ঘেঁষা শেখেরনগর রায়বাহাদুর ইনস্টিটিউশনে কাছে ছায়া সুনিবির গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি।

 

বর্গাকৃতির নকশার রায়ের বাড়ির দ্বিতল দালান ঘরের দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২০ ফুট। দ্বিতল ভবনের উত্তর, পশ্চিম ও দক্ষিণ পাশে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একতলা বিশিষ্ট আরও ৩টি ভবন রয়েছে। রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে আছে দুইটি শানবাধানো ঘাটের পুকুর।

 

অত্যন্ত দানশীল ও মুন্সীগঞ্জের অন্যতম ধণাঢ্য শ্রীনাথ রায়কে ব্রিটিশ শাসকেরা ‘রাজা’ ও ‘রায় বাহাদুর’ উপাধীতে ভূষিত করেছিলেন। ১৩২২ বঙ্গাব্দের ২১ শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি দাতব্য চিকিৎসালয় উদ্বোধনের জন্য রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িতে আগমন করেছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় রাজা শ্রীনাথ রায়ের পরিবারের সকল সদস্যগণ কলকাতা পাড়ি জমান।

 

কিভাবে যাবেন?

ঢাকা থেকে সড়ক পথে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। ঢাকার গুলিস্থান, আবদুল্লাপুর বা মিরপুর থেকে মাওয়াগামী বাসে চড়ে মুন্সিগঞ্জে যাওয়া যায়। চাইলে নৌপথেও মুন্সিগঞ্জ যেতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার সদর ঘাট লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চে চড়ে বসুন। মুন্সীগঞ্জ জেলা সদর থেকে বাসে সিরাজদিখান উপজেলায় এসে সেখান থেকে রিকশা নিয়ে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি যাওয়া যায়।


কোথায় থাকবেন?

একদিনে ঢাকা থেকে মুন্সিগঞ্জ ঘুরে ফিরে আসা যায়। তবুও প্রয়োজনে জেলা সদরে অবস্থিত হোটেল থ্রি স্টার, হোটেল কমফোর্ট প্রভৃতি আবাসিক হোটেলে রাতে থাকতে পারবেন। এছাড়া মুন্সিগঞ্জের আকর্ষণীয় রিসোর্টগুলোর মধ্যে পদ্মা রিসোর্ট, মাওয়া রিসোর্ট ও মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট ইত্যাদি উল্লেখযোগ্য।

 

কোথায় খাবেন?

মুন্সিগঞ্জে ভালমানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। মুন্সিগঞ্জের চিত্তর দই, আনন্দর মিষ্টি, খুদের বৌউয়া (খুদের খিচুড়ি) এবং ভাগ্যকুলের মিষ্টি দেশব্যাপী জনপ্রিয় খাবার।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?