ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
হাওরের কথা আসলেই চোখের সামনে সুনামগঞ্জ, সিলেট কিংবা কিশোরগঞ্জের ছবি ভেসে উঠে। কিন্তু ব্রাহ্মণবাড়ি জেলায় রূপে মুগ্ধ করা হাওর সম্পর্কে অনেকেরই তেমন জানাশোনা নেই। এই সৌন্দর্য সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে অবস্থিত ধরন্তি হাওড় নামে পরিচিত। স্থানীয়রা এটিকে আকাশি হাওড়ও বলে থাকেন।
সূর্যের আলোয় চিকচিক জলরাশির পেট কেটে চলে গেছে সরাইল-নাসিরনগর সড়ক। নৈসর্গিক ধরন্তি হাওরের পূর্ব দিকে তিতাস নদী এবং পশ্চিমে মেঘনা নদী সহ ছোট বড় আরও বেশকিছু খাল-বিল রয়েছে। বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত হাওর থাকে পানিতে পূর্ণ। হাওরের বুকে অপূর্ব সূর্যাস্থের দৃশ্য দেখে অনেকে আবার ধরন্তিকে মিনি কক্সবাজার নামে অভিহিত করেন। আগত দর্শনার্থীদের হাওরে জলে ঘুরে বেড়ানোর সুবিধার জন্য এখানে ভাড়ায় চালিত ছোট ডিঙ্গি নৌকা ও স্পিডবোটের ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাবেন?
ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবস্থিত ধরন্তি হাওরে যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে। ব্রাহ্মণবাড়িয়ার থেকে ধরন্তি হাওরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ঢাকার সায়েদাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী বাসে সরাইল বিশ্বরোড যাওয়া যায়। সরাইল বিশ্বরোড থেকে ধরন্তি যাওয়া অটোরিক্সা ও সিএনজি রয়েছে। এছাড়া ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া এসে সিএনজিতে চড়ে সরাইল বিশ্বরোড যেতে পারবেন।