ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বাংলাদেশের অনাবিল গ্রাম-বাংলার সৌন্দর্যে দিগন্ত জোড়া দিঘি এক অন্যতম অনুষঙ্গ। বাংলায় যেমন রয়েছে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার আর প্রাচীন স্থাপনা তেমনি সেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য উপকথা, লোককথা ও কল্পকাহিনী। আর তেমনি দলটিকে সৌন্দর্যমন্ডিত করতে যোগ হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী গঙ্গাসাগর দিঘী।
কথিত আছে, প্রায় পনেরশ বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম ঈশ্বরচন্দ্র মানিক্য বাহাদুর তৎকালীন সময়ে কর আদায় করতে আসতেন কুমিল্লায়। তখন এ অঞ্চলে পানীয় জলের সুব্যবস্থা ছিল না। এলাকার চারদিকের শুষ্ক পরিবেশ দেখে রাজা দীঘি খনন করলেন। শুধু টলটলে পানির দীঘি নয়, এর উত্তরে রাজা বিশাল একটি ঘাটও তৈরি করে দিলেন। গঙ্গা দেবীর নামানুসারে দীঘির নাম দিলেন গঙ্গাসাগর। আবার অনেকেই বলেন, ত্রিপুরা-রাজা এখানে একটি বিরাট দীঘি খনন করান। গঙ্গা দেবীর নামানুসারে দীঘির নামকরণ করেন ‘গঙ্গাসাগর দীঘি’। সেই থেকেই জায়গাটির নাম গঙ্গাসাগর হয়ে যায়।
গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে একাত্তরের গণকবরে শুয়ে আছেন মুক্তিযোদ্ধা ৩৩ জন শহীদ। উত্তরপাড়ে তফসিল কাচারী রাজার কর আদায়ের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। দীঘির উত্তরপাড়ার লাগোয়ো অন্ধকার ঘরটির ভেতরের মেঝেতে এখনও কয়েকটি সিন্দুকের শেষাংশের ছাপ। তবে কালের পরিক্রমায় কাচারী ঘরটি প্রায় বিলুপ্তির পথে।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে আখাউড়া বাসে অথবা ট্রেনে আসতে পারেন। এরপর আখাউড়া বাজার থেকে রিজার্ভ অটোতে চড়ে গঙ্গা সাগর দীঘি পৌঁছে যেতে পারবেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহর থেকেও সিএনজি চালিত অটোরিকশায় করে যেতে পারেন গঙ্গাসাগর দিঘী।
কোথায় খাবেন?
সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে নিতে পারেন। ভালো কিছু খেতে হলে আখাউড়া এসে খেতে হবে। আখাউড়ায় বাজারে নাইন ষ্টারের গরুর মাংসের খিচুড়ি সুনাম আছে