নব শালবন বিহার কুমিল্লা | Nobo Shalbon Bihar Comilla 20/04/2021


PC: Saiful Islam


প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব শালবন বিহার ( Nobo Shalbon Bihar)। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ উপাসকদের জন্য অন্যতম শ্রদ্ধেয় মন্দির। প্রায় আড়াই একর জায়গার উপর ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করা হয়। এই বিহার সাধারণত শ্রদ্ধেয় অনুসারীদের কাছে ‘শান্তি বিহার’ হিসাবে পরিচিত। ২০১৪ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ৬ টন ওজনের ৩০ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে।

 

নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। চমৎকার শৈল্পিক কারুকার্যখচিত এ স্থাপনাটি কোন বিদেশি স্থাপনার চেয়ে কম নয়। যখন রোদের আলোক রশ্মি এর উপর আছড়ে পড়ে তখন একে দেখতে আরো চমৎকার লাগে। মূর্তির পাশে রাজকীয় ভাবে নিরাপত্তা দেয়ার ভঙ্গিতে স্থাপিত আছে গর্জন রত একই রঙের দু টি সিংহ। সিংহ। এছাড়া চারপাশে দাড়িয়ে আছে ৩ টি বড় ও ১ টি ছোট্ট সোনালী মোটক। মন্দিরের পাশাপাশি এখানে আরো রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার স্কুল, এতিমখানা, লাইব্রেরী, জাদুঘর, সেমিনার ও হোস্টেল কক্ষ।

 

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকা নব শালবন বিহারে সর্ব সাধারণের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা। তবে সাথে DSLR ক্যামেরা থাকলে ৫০ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে ১০০ টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে।

 

কিভাবে যাবেন?

কুমিল্লা বিশ্বরোড কোটবাড়ি বাসস্ট্যান্ড থেকে ২০ টাকা জনপ্রতি সি এন জি ভাড়ায় নব শালবন বিহার। কোটবাড়ি বাস স্ট্যান্ড হতে এটি ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

 

কোথায় খাবেন?

কুমিল্লায় বিভিন্ন মানের হোটেল/রেস্টুরেন্ট রয়েছে তাই নিজের প্রয়োজন অনুযায়ী যেকোন রেস্টুরেন্টে ঢুকে যেতে পারেন। চেখে দেখতে পারেন মনোহরপুর কালী বাড়িস্থ মাতৃভান্ডারের আসল রসমালাইয়ের স্বাদ।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?