সোনাইমুড়ী টেক | Sonaimuri Tek 16/01/2022


PC:


নাগরিক কোলাহলের বাহিরে পরিবার নিয়ে কিছুটা সময় স্বস্তিতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সোনাইমুড়ী টেক (Sonaimuri Tek) থেকে। নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাগাঘ ইউনিয়নের কুন্দেরপাড়ায় লালমাটির শহর সোনাইমুড়ি টেক অবস্থিত। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ী সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ির এ এলাকাটি।

 

নরসিংদী থেকে শিবপুর যাওয়ার পথে নজরে পড়বে গাছ গাছালীতে ঘেরা অসংখ্য লাল মাটির টিলা। টিলার উপর থেকে পাহাড় ও সমতলের মনোমুগ্ধকর দৃশ্য সকলকে মুগ্ধ করে। লাল মাটির এই টিলার মাঝ দিয়ে চলে গিয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। শুটিং স্পট হিসেবে জনপ্রিয় এই জায়গায় প্রায়ই বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং হয়ে থাকে। সোনাইমুড়ী টেকের পাশের এলাকা কুমারটেক, যা অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থল হিসেবে পরিচিত। এখানে মাটিখুড়ে পাওয়া গেছে খ্রিস্টপূর্ব তিন হাজার বছরের পুরানো মৃৎপাত্র। এছাড়া ঘুরে আসতে পারেন সোনাইমুড়ির টেকের পাশের এলাকা কামারটেক, সৃষ্টিগড়, ইটাখোলা, যশোর, মরজাল, জয়মঙ্গল, বাঘাব, জয়নগর থেকে যেখানে লালমাটির তৈরি বাড়িগুলো। কম খরচে সুন্দর একটা ভ্রমণ উপভোগ করার জন্য ঘুরে আসতে পারেন এই লাল মাটির দেশ সোনাইমুড়ী টেক থেকে। এছাড়া শিশুদের জন্য সোনাইমুড়ি টেকে রয়েছে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা।

 

সপ্তাহের সাতদিন খোলা সোনাইমুড়ি টেক পার্কে প্রবেশ মূল্য ২০ টাকা।

 

কিভাবে যাবেন?

নরসিংদী থেকে সোনাইমুড়ি টেক বিনোদন পার্কের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। নরসিংদী থেকে শিবপুরের কুন্দেরপাড়া পৌঁছে রিক্সায় চড়ে সোনাইমুড়ি টেক বিনোদন পার্কে যেতে পারবেন।

 

কোথায় থাকবেন?

সোনাইমুড়ি টেক বিনোদন পার্কের পাহাড়ি টিলাতে বেশকিছু বাংলো ও হোটেল গড়ে উঠেছে। এসব হোটেল ও বাংলোতে রাত্রিযাপন করতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। এছাড়া নরসিংদী শহরে সরকারী ও বেসরকারি বিভিন্ন রেস্ট হাউস ও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে।

 

কোথায় খাবেন?

নরসিংদী থেকে সোনাইমুড়ি টেকে যাবার পথে সবুজ বাংলা হোটেল, হোটেল বুশরা, গ্রামীণ হোটেল ও আল আমিন হোটেলের মতো বেশ কিছু রেস্টুরেন্ট নজরে পড়বে।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?