ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
ষাটগম্বুজ থেকে আনুমানিক ৮০০ মিটার পশ্চিমে, বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের বারাকপুর গ্রামে ঘোড়া দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত বিবি বেগনী মসজিদ। সাধারণ দৃষ্টিতে মসজিদটি সিঙ্গাইর মসজিদের অনুরুপ। বাংলাদেশের প্রত্নতত্ব অধিদপ্তর কতৃক মসজিদটির ব্যাপক সংস্কারসহ মসজিদের মূল পরিকল্পনার আদলে পূনঃনির্মিত হয়েছে।
মসজিদের নামকরণ সম্পার্কে কোন সঠিক তথ্য পাওয়া না গেলেও, যত দুর জানা যায় বিবি বেগুনী খুব সম্ভবত খান জাহান (রহ:) এর একজন ঘনিষ্ট আনুসারি ছিলেন। কারো করো মতে, বিবি বেগুনী ছিলেন ‘খান-উল-আযম উলুঘ খান-ই-জাহান’ তথা খানজাহান (রঃ) এর স্ত্রী। আর তাঁর নাম আনুসারে মসজিদটির নাম করণ করা হয়।
মসজিদের পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেওয়ালে যথাক্রমে একটি করে খিলান যুক্ত দরজা রয়েছে। পূর্ব দেওয়ালের দরজা গুলোর বিপরীত দিকে, পশ্চিম দেওয়ালে রয়েছে তিনটি অলংকৃত মিহরাব। কেন্দ্রিয় মিহরাবটি অন্যান্য মিহরাব গুলোর চেয়ে অপেক্ষাকৃত বড় এবং পোড়া মাটির দ্বারা সু-সজ্জিত। মিহরাব অভিক্ষেপ স্থানীয় অন্যান্য মসজিদ থেকে ভিন্নতর। উভয় পার্শ্বের কোণদ্বয়ের উপর একটি করে বৃত্তাকার চূড়ার অবস্থান এর নির্মাণশৈলীতে আংশিক ব্যত্যয় ঘটিয়েছে। এর চার কোণে চারটি মিনার রয়েছে। ইমারতের হলঘরটি একটি বৃহত গোলার্ধ আকৃতির ইটরে গম্বুজ দ্বারা আচ্ছাদিত যা অর্ধগম্বুজাকৃতির স্কুইঞ্চরে উপর বসানো। বহির্ভাগে চারকোণের নিরেট বৃত্তাকার বুরুজগুলির নিম্নভাগ ছাচে তৈরি এবং শীর্ষভাগ সাদাসিধা ধরণের। এগুলির উচ্চতা ছাদের বাকানো কার্নিসের সীমা ছাড়িয়ে যায়নি। বর্তমানে মিহরাব, খিলানপথ ও চারকোণের মিনারে টেরাকোটা অলংকরণের অতি সামান্যই অবশিষ্ট আছে। এর মধ্যে রয়েছে লজেন্স ও শিকল নকশা,গোলাপ পাপড়িযুক্ত পুষ্প এবং অলংকৃত খাজকাটা খিলান।
কিভাবে যাবেন?
বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ মসজিদ সাত কিলোমিটার এবং খানজাহান আলীর (রহ.) সমাধিসৌধ থেকে ৩ কিলোমিটার দূরে পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ চত্বর। রিকশাভাড়া ৩০ টাকা। ষাটগম্বুজ মসজিদের উত্তর-পশ্চিম দিকেরে পথ ধরে ঘোড়া দিঘির পাস দিয়ে সোজা পশ্চিমের পথে যেতে হাতের বামে চোখে পড়বে বিবি বেগনী মসজিদ।
কোথায় খাবেন?
এখানে কিছু মোটামুটি মানের খাবার হোটেল রয়েছে তাই খাওয়ার জন্য বাসস্ট্যান্ড কিংবা দরগার কাছে হোটেলগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নিন।