সিঙ্গাইর মসজিদ | Singair Masjid 04/05/2021


PC:


বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদের প্রায় তিনশ গজ দক্ষিণ-পূর্ব দিকে সিংগাইর মসজিদ। এই মসজিদের একটিমাত্র গম্বুজ রয়েছে যা দৃঢ় ভাবে নির্মিত এবং প্রশস্ত গম্বুজ। বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাইর মসজিদটি মুঘল শাসনামলে খান জাহান আলী নির্মাণ করেন। কথিত আছে যে তৎকালীন সময়ে একটি মন্দিরকে ভেঙ্গে একে সিঙ্গাইর মসজিদে রূপান্তরিত করা হয় এবং এই মসজিদটি এখনো অই মন্দিরের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।

 

ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে মধ্যযুগীয় এই মসজিদটির আয়তন (১২.০৪ x ১২.০৪) মিটার এবং মসজিদের দেয়ালগুলো ২.১০ মিটার পুরু। মসজিদের চতুর্দিকের কার্ণিশগুলো বক্রাকারে নির্মিত এবং মসজিদের চারকোণে ৪টি গোলাকার বুরুজ রয়েছে। ষাটগম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিঙ্গাইর মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে ১টি করে সর্বমোট ৫টি খিলান যুক্ত দরজা রয়েছে। তবে পূর্ব দিকের দেওয়ালের ৩টি দরজার মধ্যে মাঝখানের দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে আছে একটি অলংকৃত মেহরাব। মেহরাব এবং দরজার পাশের অলঙ্করণে সাদৃশ্য লক্ষ করা যায়।

 

কিভাবে যাবেন?

বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অন্য স্থানীয় পরিবহণে সিঙ্গাইর মসজিদ পৌঁছাতে পারবেন। এছাড়া ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা এসে সেখান থেকে বাস বা সিএনজি নিয়ে সিঙ্গাইর মসজিদ যাওয়া যায়। খুলনা থেকে সিঙ্গাইর মসজিদ যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে।

 

কোথায় খাবেন?

খাওয়ার জন্য বাসস্ট্যান্ড কিংবা দরগার কাছে হোটেলগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নিন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?