.jpg)
ইনানী বিচ | Inani Beach
02/05/2021

সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021

চা বাগান | Cha Bagan
03/05/2021
.jpg)
ঝরঝরি ট্রেইল | Jorjori…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
হাজাছড়া জলপ্রপাত/শুকনাছড়া জলপ্রপাত সাজেক ইউনিয়নের বাঘাইঘাট অঞ্চলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। স্থানীয়রা জলপ্রপাতটিকে “চিট জুরানি থাং ঝং ঝর্ণা” (মন জলপ্রপাত) বলেও আখ্যায়িত করে। এটি রাঙ্গামাটি জেলার মধ্যে হলেও খাগড়াছড়ি থেকেও জলপ্রপাতটি ঘুরে দেখা যায়।
খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা থেকে হাজাছড়া যাওয়ার পথটি মনোরম সৌন্দর্যে ভরপুর। মায়াবি নদীর প্রবাহ, রাস্তার উভয় পাশে আদিবাসী এলাকা, জুম কাটা এবং সবুজ রাস্তা দর্শনার্থীদের কাছে টানতে টানতে হাজাছোড়া জলপ্রপাতের সৌন্দর্যে অবাক করে তোলে। সাজেক উপত্যকা থেকে ফেরার পথে বেশিরভাগ পর্যটক হাজাছড়া যান। এটি বাঘাইছড়ি উপজেলার দশ নম্বর সড়ক থেকে হাজারাচোড়া জলপ্রপাত পর্যন্ত 15 মিনিটের পথ। কেউ যদি হাজাচোড়া জলপ্রপাতে ভিজে না যায় তবে অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাবে।
কিভাবে যাবেন?
খাগড়াছড়ি থেকে দীঘিনালায় যেতে মোটরসাইকেল, বাস, বা স্থানীয় যাতায়াত নিতে পারেন। বিকল্পভাবে, আপনি শান্তি পরিবহনের বাসে সরাসরি ঢাকা থেকে দিঘিনালায় আসতে পারেন। দিঘিনালা বাসস্ট্যান্ড থেকে বাঘাইহাটের রাস্তা আসতে সময় লাগবে দশ মিনিট এবং সেখান থেকে হাজাছড়া ঝর্ণায় যেতে ১৫ মিনিট সময় লাগবে।
কোথায় থাকবেন?
হাজাছড়ায় তেমন কোনো থাকার জায়গা না থাকায় সাধারণত ভ্রমণকারীরা সাজেক যাওয়ার অথবা সাজেক থেকে ফেরার সময় হাজাছড়া ঝর্ণাটি দেখে আসে। আর যদি আপনার সাজেক যাওয়ার প্ল্যান না থাকে, তাহলে আপনি দিনে দিনে গুরে খাগড়াছড়িতে ফিরে আসতে পারেন।
খাগড়াছড়ি শহরে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। হোটেলে ভেদে এক রাত অবস্থানের জন্য আপনাকে ৬০০ টাকা থেকে ৫০০০ টাকা প্রদান করতে হবে। খাগড়াছড়ি শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে –
• হোটেল হিল প্যারাডিসে : খাগড়াছড়ি শহরে অবস্থিত এসি, নন এসি, ভিআইপি এসি ও গ্রুপ রুমের সুবিধা সহ শ্রেণী অনুযায়ী ভাড়া ১২০০ থেকে ৫০০০ টাকা।
• হোটেল গাইরিং : খাগড়াছড়ি শহরে অবস্থিত এসি, নন এসি, ভিআইপি এসি ও গ্রুপ রুমের সুবিধা সহ শ্রেণী অনুযায়ী ভাড়া ১২০০ থেকে ৫০০০ টাকা।
• অরণ্য বিলাস : শহরের নারিকেল বাগানে অবস্থিত এই হোটেলে টুইন বেড এসি ৩০০০ টাকা, কাপল এসি ২০০০ টাকা, টুইন নন এসি ২৫০০ টাকা এবং কাপল নন এসি ১৫০০ টাকা ভাড়া।
• হোটেল ইকোছড়ি ইন : এই হোটেলটি হলো তাদের জন্য যারা শহরের কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে রাখতে চান। এই হোটেলটি খাগড়াছড়ি শহর থেকে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত। রুম ভেদে এখানে এক রাত অবস্থানের জন্য আপনাকে ১৫০০ টাকা থেকে ৩৬০০ টাকা প্রদান করতে হবে।
যদি খুবই কম খরচে থাকতে চান তাহলে নারিকেল বাগানের "গাংচিল আবাসিক হোটেলে" থাকতে পারেন। এই হোটেলটিতে ৬০০-১০০০ টাকায় থাকতে পারবেন।
সাজেকে থাকার জন্যে বেশ কিছু রিসোর্ট ও কটেজ আছে। এক রাতের জন্যে রুম নিতে রিসোর্ট ভেদে ১৫০০ থেকে ১৫,০০০ টাকা প্রদান করতে হবে। ছুটির দিনে যেতে চাইলে আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাবার নিশ্চিয়তা কম। সাজেকের সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায়। নিচে সাজেকের কিছু রিসোর্টের লিস্ট দেওয়া হলো। রিসোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা অনলাইনে বুক করতে রিসোর্টের নামটিতে ক্লিক করুন।
. Mono Adam Resort.
. Grand Sajek Resort.
. Tareng Resort (টারেঙ রিসোর্ট).
. Paradise Sajek Resort.
কোথায় খাবেন?
হাজাছড়া ঝর্ণা যাওয়ার আগে খাওয়া-দাওয়া করে নিবেন অথবা পর্যাপ্ত পরিমান খাবার সাথে নিয়ে যাবেন। কারণ, হাজাছড়ায় খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই।