পান্থুমাই ঝর্ণা | Panthumai Waterfall 03/05/2021


PC:


ঝর্ণার সতেজ অভিজ্ঞতা নিতে চাইলে পান্থুমাই ঝর্ণায় যেতে পারেন। নিঃসন্দেহে এটি দেশের বর্তমান অন্যতম সুন্দর জলপ্রপাত। জলের কারণে বিশেষত বর্ষা মৌসুমে এটি অবশ্যই দেখার জন্য বেষ্ট চয়েস। পানতুমাই সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড় ঘেরা আঁকাবাঁকা রাস্তা, স্বচ্ছ জলের পিয়াইন নদী আর সবুজের নান্দনিক সমারোহ এ গ্রামটিকে পরিচয় করিয়ে দিচ্ছে দেশের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে।

 

পিয়াইনের পাড়ে দাঁড়ালেই উপভোগ করতে পারেন ফাটাছড়ি ঝর্নার অপরূপ সৌন্দর্য আর দেখতে পাবেন পিয়াইনের স্বচ্ছ জলে ফাটাছড়ির নজরকাড়া প্রতিচ্ছবি। ভৌগলিক কারনেই ঝর্নাটি ভারতে অবস্থিত এবং বাংলাদেশিদের দূর থেকেই অবলোকন করতে হয় এর সৌন্দর্য। মূল অবস্থান ভারতে হওয়া পরও ১০০ টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়।

 

শীতে এই ঝর্নায় পানি থাকে না বললেই চলে। এই ঝর্নার আসল যৌবনবতী রূপ দেখতে আপনাকে আসতে হবে বর্ষাকালে। বর্ষা ও বর্ষা পরবর্তী দু মাস এ ঝরনা প্রাণ ফিরে পায়।

 

কিভাবে যাবেন?

সিলেটের আম্বরখানার সিএনজি স্টেশন থেকে জনপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকায় লোকাল সিএনজিতে চড়ে হাদারপার নামক স্থানে আসতে হবে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিতে ১০০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে। হাদারপার নৌকা ঘাট থেকে বিছানাকান্দি, পান্থুমাই ঝর্ণা ও লক্ষণছড়া একসাথে ঘুরে দেখার জন্য মাঝির সাথে আলোচনা করে নৌকা ঠিক করুন। নৌকা ভাড়া নিতে ৮০০ থেকে ১৫০০ টাকা লাগতে পারে। বড় ট্রলার ভাড়া করতে কোন কোন ক্ষেত্রে ২৫০০ পর্যন্ত টাকা লাগতে পারে। শীতকালে ও বর্ষার শুরুতে যখন নদীতে পানি কম থাকে তখন পায়ে হেটেই হাদারপাড় থেকে বিছনাকান্দি যাওয়া যায়। তখন ৫০ থেকে ৬০ টাকা ভাড়ায় এই রুটে মটরবাইক চলাচল করে।

 

কোথায় খাবেন?

বিছনাকান্দিতে কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে। সেসব হোটেলে পেটচুক্তিতে একটি তরকারি ও শুটকি ভর্তার সাথে আনলিমিটেড ভাত, ডাল খেতে ১২০ থেকে ১৫০ টাকা খরচ হবে। এছাড়া প্রয়োজনে সাথে কিছু শুকনো খাবার, পানি ইত্যাদি নিয়ে যেতে পারেন। হাদারপার বাজারে গনি মিয়ার ভূনা খিচুড়ি খেতে পারেন।

এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার চাহিদামত সবকিছুই পাবেন। সিলেটের জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের পছন্দমত দেশী খাবার খেতে পারেন। এই রেস্টুরেন্ট গুলোতে অনেক রকম ভর্তা ভাজি সুলভ মূল্যে পাওয়া যায়।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?