ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
ময়মনসিংহ শহরের এক উল্লেখযোগ্য স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল বা আলেকজান্দ্রা ক্যাসেল (Alexander Castle)। এই স্থাপনাটি শহরের প্রান কেন্দ্রে অবস্থিত। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের পুরোনো একটি স্থাপনা। মহারাজা সূর্যকান্ত আচার্য ১৮৭৯ সালে প্রায় ৪৫ হাজার টাকা ব্যায়ে সুদূর চীন থেকে আসা কারিগর দিয়ে কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করেছিলনে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে। প্রাসাদ তৈরীতে অত্যাধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি “লোহার কুঠি” নামে পরিচিতি পায়।
প্রতিষ্ঠার পর থেকে ভবনটিতে অনেক বরেণ্য ব্যক্তির পদধূলি পড়েছে। আলেকজান্ডার ক্যাসেল লর্ড কার্জন, দেশবন্ধু চিত্ত রঞ্জন দাশ, নওয়াব স্যার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের পদধূলিতে ধন্য। ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরের সময় এখানে কিছুদিন অতিবাহিত করেন।
সুন্দর শিল্পকর্ম ও নান্দনিকতায় পূর্ণ এই কুঠির প্রধান ফটকের সামনে দুইটি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকটি নারীর ভাস্কর্য রয়েছে। দ্বিতল ভবনের ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভিতরে ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল। প্রাসাদের পিছনেই রয়েছে বিশালাকার পুকুর, ফুলের বাগান ও একটি কৃত্রিম হ্রদ। বর্তমানে এই কুঠিটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আলেকজান্ডার ক্যাসেলের পিছনের গেইট দিয়ে বের হলে চোখে পড়ে ব্রহ্মপুত্র নদ, সার্কিট হাউজ এবং জয়নুল আবেদিন পার্ক।
কিভাবে যাবেন?
ময়মনসিংহ শহরের যেকোন প্রান্ত থেকে রিকশা বা অটো রিকশা নিয়ে সহজেই আলেকজান্ডার ক্যাসেল আসতে পারবেন।
কোথায় থাকবেন?
ময়মনসিংহ শহরে অবস্থিত ভাল মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমির ইন্টারন্যাশনাল, সিলভার ক্যাসেল, হোটেল হেরা, হোটেল লা ম্যারিয়ান, নাজমা বোর্ডিং, নিরালা রেস্ট হাউজ, ঈশাঁ খা এবং হোটেল আসাদ অন্যতম।
কোথায় খাবেন?
আলেকজান্ডার ক্যাসেলের কাছে কৃষ্ণা কেবিন, খন্দকার রেস্তোরা, ময়মনসিংহ বিরিয়ানি হাউজ, হোটেল রসনা বিলাস, সারিন্দা রেস্টুরেন্ট ও আভাস্তি রেস্টুরেন্ট সহ বেশকিছু খাবারের হোটেল আছে।