ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
ময়মনসিংহের দক্ষিণে ফুলবাড়ীয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকার নাওগাঁও ইউনিয়নের অতি জনপ্রিয় একটি জনপদের নাম সন্তোষপুর। যা সন্তোষপুর বনবিট ও রাবার প্রকল্প এলাকা নামে সবার কাছে পরিচিত। ১ হাজার ৩৬ একর জমির বুকে অপরূপ সাজানো শোভাবর্ধনকারী এ রাবার বাগানে ২ লাখ ৩ হাজার ৯শ’ ৮টি গাছ রয়েছে।
বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয়, যা বিদেশেও রপ্তানি করা হয়। সন্তোষপুর রাবার বাগান (Santoshpur Rubber Garden) প্রকল্পের ২শ ৪২টি ব্লকে ২ লাখ ৩ হাজার ৯শ’ ৮টি গাছ রয়েছে। গড়ে প্রতিটি রাবার গাছ প্রতিদিন ১শ’ গ্রাম কষ দিয়ে থাকে। এভাবে প্রতিটি গাছ থেকে কমপক্ষে ৩৫ বছর কষ আহরণ করা যায়। অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল ১০৬ একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত। এছাড়া বনে শাল ও গজারিসহ নানা জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় পাঁচশতাধিক বানর রয়েছে।
সন্তোষপুর রাবার বাগান যাবার পথে বেড়িয়ে যেতে পারেন দুলমা গ্রামের দিপ্তি অর্কিডস্ বাগান থেকে। প্রায় ২৬ একর জায়গা জুড়ে স্থাপিত এই অর্কিড বাগান সারাবছর পাখির কলতানে মুখর থাকে। আরেকটু সময় থাকলে পায়ে হাঁটার দূরত্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন গ্রামে দেখে আসতে পারেন শতবর্ষী তমাল গাছ।
কিভাবে যাবেন?
ফুলবাড়ীয়া থেকে অটো বা সিএনজি করে অর্কিড বাগান দেখতে যেতে পারেন কিংবা যদি সরাসরি সন্তোষপুর রাবার বাগান যেতে চান তবে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে থেকে জনপ্রতি ৭০ থেকে ১০০ টাকা ভাড়ায় সিএনজি যোগে রাবার বাগানে যেতে পারবেন।
কোথায় থাকবেন?
সাধারণত সন্তোষপুর রাবার বাগান দেখে দিনে গিয়ে দিনেই ঢাকা ফিরে আসা যায়। তবু প্রয়োজনে রাত্রি যাপন করতে চলে আসতে পারেন ময়মনসিংহ শহরে। শহরে বিভিন্ন মানের হোটেল থেকে আপনার জন্য ভাল হোটেল বেছে নিতে পারেন। তাছাড়া ভরসা করতে পারেন ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল অথবা হোটেল মুস্তাফিজ এর উপর।
কোথায় খাবেন?
সন্তোষপুর রাবার বাগান দেখতে যাবার সময় হালকা খাবার সাথে নিয়ে যেতে পারেন কিংবা স্থানীয় দোকান বা খাবার হোটেল থেকে সাময়িক খাবার খেতে পারেন। এছাড়া ময়মনসিংহ শহরে প্রেসক্লাব ক্যান্টিনের মোরগ পোলাওয়ের স্বাধ চেখে দেখতে পারেন। এছাড়া ভাল মানের খাবারের জন্য হোটেল ধানসিঁড়ি ও হোটেল সারিন্দার বেশ সুনাম রয়েছে।