ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
PC:Tausif Akand
নদী ও বিলের অপূর্ব সংমিশ্রণে এই বিলটি গাজীপুরের কানাইয়া বাজার নামক এলাকায় নিজের অপার সৌন্দর্য নিয়ে বিরাজমান। চেলাই নদীর সাথে বেলাই বিল। বিলটিতে সারাবছর পানি না থাকলেও বর্ষায় দ্বিগুণ সৌন্দর্য নিয়ে হাজির হয়। সারা বিল জুড়ে চলে শাপলা ফুলের মেলা। লাল সাদা শাপলার যেন তাদের নিজস্ব রাজ্য খুলে বসে আছে। জানা যায়, ৪০০ বছর পূর্বে এই বিলের কোন অস্তিত্ব ছিল না। চেলাই নদীর পানি প্রবাহের মত এই বিলটিও খরস্রোতা ছিল। বর্ষা মৌসুমে বিলকে ঘিরে জেলেদের ব্যস্ততা চোখে পড়লেও শুষ্ক মৌসুমে বেলাই বিল (Belai Beel) বোরো ধানের জমিতে পরিণত হয়।
বর্তমানে বিলটি আট বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত হলেও একসময় এটি আরো বড় ছিল। বাড়িয়া, ব্রাহ্মণগাও, বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রাম নিয়ে বেলাই বিল। কিন্তু একসময় বেলাই বিলের চারদিকে কোন গ্রাম ছিল না। খরস্রোতা চেলাই নদীর মতো বেলাই বিল ও ছিল খরস্রোতা। কথিত আছে ভাওয়ালের ভূস্বামী ঘটেশ্বর ঘোষ ৮০ টি খাল কেটে চেলাই নদীর পানি নিঃশেষ করে ফেলেন। তারপরই এটি প্রকাণ্ড বিলে পরিণত হয়। বর্ষায় জেলেরা বিলের চারপাশে মাছ ধরার জন্য ডাঙ্গি খনন করে।
এই গ্রামটির এক মজার ব্যাপার গ্রামটির একটা মৌজায় কেবলমাত্র একটিই বাড়ি রয়েছে যা বাংলাদেশের আর কোথাও এমন নজির নেই। শাপলা-শালুকে ভরা বিলের মোহনীয় দৃশ্য, একটা দুটো নৌকার চলাচল, বিস্তৃত জলরাশি এরই মাঝে দ্বীপের মতো ভাসমান একক গ্রাম মিলিয়ে বেলাই বিল প্রকৃতির শোভায় অপরূপ রূপবতী। এই মনোরম দৃশ্যের সাথে চায়ের তৃষ্ণা আসলে কানাইয়া বাজারে গিয়ে চা বিস্কুট খেয়ে আসতে পারেন। কানাইয়া বাজারে চা-বিস্কুট ছাড়া অন্য কিছু খাওয়ার ব্যবস্থা নেই। সুতরাং লম্বা সময় বিলে ভ্রমণ করতে চাইলে খাবার সঙ্গে নিন।
কিভাবে যাবেন?
রাজধানী ঢাকার যেকোন স্থান থেকে বাস বা যেকোন সুবিধাজনক পরিবহণে গাজীপুর বাসস্ট্যান্ড অথবা গাজীপুর শিববাড়ি নেমে সেখান থেকে রিকশা বা সিএনজি দিয়ে কানাইয়া বাজার আসতে হবে। কানাইয়া বাজার ঘাটে বেলাই বিল ভ্রমণের জন্য নৌকা ভাড়া পাবেন। দরদাম করে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন উন্মুক্ত বিলে।
আর ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে চাইলে টঙ্গী ফ্লাইওভার পার হয়ে পুবাইল কলেজ গেট থেকে বাদিকের রাস্তা ধরে মাইল চারেক পথ অতিক্রম করে জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট পেরিয়ে ডান দিকে মোড় নিয়ে আরও মিনিট দশেক এগিয়ে গেলে কানাইয়া বাজার পৌঁছে যাবেন।