ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বাংলাদেশে অনেক আগেই বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথা। কিন্তু রয়ে গেছে তাদের স্থাপনা। সেইসব জমিদার বাড়িতে এখনো মিশে আছে জমিদারি। বাড়ির আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে অতীতের গল্পকথা। তেমনই শেরপুর জেলা সদরে অবস্থিত জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়িটি পৌনে তিন আনী জমিদার বাড়ি (Pone Tin Ani zamindar Bari) হিসাবে সুপরিচিত।
গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকে আলাদা। জমিদার বাড়ির ভিতরে অবস্থিত মন্দিরের সুপ্রশস্থ বেদি, প্রবেশদ্বারের দুই প্রান্তে অলংকৃত স্তম্ভ ও কার্নিশের মোটিভও নজরে পড়ে। বাড়ির দেয়ালের আস্তরণ ও পলেস্তারে চুন- সুড়কীর ব্যবহার লক্ষণীয়। জমিদার বাড়ির ছাদ গতানুগতিক লোহার রেলিংয়ের সাথে চুন সুড়কীর ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে। বাড়ির সাথে আছে একটি সুন্দর পুকুর। পুকুর ঘাটটি যেন এখনো আগের মতোই আছে।
জমিদার বাড়ির ঠিক দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত রং মহল। চমৎকার বাড়িটি দেখলেই বোঝা যায় জমিদার কেমন সংস্কৃতি প্রিয় ছিলেন! নাচ গানসহ অন্যান্য সকল সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হতো। সে সময়ের সব জমিদার বাড়ির সাথেই ছিল রং মহল। লতাপাতা আর ফুলেল নকশা করা বাড়িটি স্বাগত জানায় সকলকে হাসিমুখে। উত্তর-দক্ষিণে লম্বালম্বি এই স্থাপত্যটিতে রয়েছে অনেক গুলো কাঠের জানালা। এ ছাড়াও ছাদের নিচের অংশে কাঁচের ভেন্টিলেশন ব্যবস্থা করা হয়েছে যা থেকে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস প্রবেশ করতে পারে। নকশা, স্থাপত্যশৈলীতে ধরা পড়ে সে সময়ের গাম্ভীর্য্য, নান্দনিকতা।
কিভাবে যাবেন?
ঢাকার মহাখালী থেকে ড্রিমল্যান্ড, তুরাগ ও আনন্দ সহ বিভিন্ন পরিবহনের বাসে শেরপুর এসে স্থানীয় যানবাহনে ১ কিলোমিটার দূরত্বে অবস্থিত পৌনে তিন আনি জমিদার বাড়ি পৌঁছাতে পারবেন।
কোথায় থাকবেন?
রাত্রিযাপনের জন্য উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল আরাফাত, কাকলি গেস্ট হাউজ, বর্ণালী গেস্ট হাউজ, মোলস্না গেস্ট হাউজ, হাসেম গেস্ট হাউজ অন্যতম।
কোথায় খাবেন?
শেরপুরের নিউ মার্কেট এলাকায় মানসম্মত কয়েকটি রেস্তোরাঁ রয়েছে।