শাহপরীর দ্বীপ | Shapuree Island 02/05/2021


PC:


pc

শাহপরীর দ্বীপের তীরে জুড়িয়ে থাকা নীলের সমারোহে পর্যটকরা অবাক হয়ে যায়। নীল আকাশ বঙ্গোপসাগরের ফিরোজা স্রোতের সাথে একীভূত হয়ে এক জোড়া চোখকে শীতল করতে এবং মনকে শিথিল করার জন্য আরও এক দিগন্ত তৈরি করে। বাংলাদেশের সর্বদক্ষিণে মূল ভূখণ্ডের সাথে লাগোয়া সর্বশেষ ভূখণ্ড হলো শাহপরীর দ্বীপ। এটি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের অংশ।

 

শাহপরীর দ্বীপের নামকরণ নিয়েও রয়েছে ঐতিহাসিক বর্ণনা। কারো মতে সম্রাট শাহ্‌ সুজা তার স্ত্রী পরিবানুকে নিয়ে কোন এক সময় এখানে এসেছিলেন। এরপর শাহ্‌ সুজা আর পরিবানুর নাম মিলিয়ে নামকরণ করা হয় শাহপরীর দ্বীপ। আবার লোকশ্রুতি আছে যে, অষ্টাদশ শতাব্দির কবি সা’বারিদ খাঁ’র ‘হানিফা ও কয়রাপরী’ কাব্য গ্রন্থের অন্যতম চরিত্র ‘শাহপরী’র নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়।

 

সেখানের জেলেপাড়ায় ছোট ছোট কুঁড়েঘরে জেলেদের প্রতিকূলতার জীবন যাপন দেখে আপনার অনুপ্রেরণা জোগাবে বেঁচে থাকার এবং সাহস নিয়ে সমস্যা মোকাবিলা করার। সাগরের এতকাছে থেকেই লোকগুলোর কেমন যানো নিদ্রায় শায়িত হয়। সাগরের একটু ধাক্কা দিলেই পড়ে যাবে জীবনটা অথচ সেখানে থেকে লোকগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। সেই যুদ্ধে বেশীরভাগ সময়ই এই বিশাল সমুদ্রের বিপরীতে এই জীর্ণশীর্ণ লোকগুলোরই জয় হয়। তাদের জীবিকার প্রয়োজনের কাছে সাগরের নান্দনিক সৌন্দর্য যেনো সৃষ্টিকর্তার আশির্বাদ স্বরূপ।

 

এছাড়াও শাহপরীর দ্বীপে তিনটি সমুদ্র সৈকত রয়েছে। এই দ্বীপ থেকে মায়ানমারের মঙডু প্রদেশ দেখা যায়। আরো দেখা যায় আরকানের পাহাড় আর সেন্টমার্টিন দ্বীপ। সমুদ্র তীরবর্তী হওয়ায় লবণ চাষের বিস্তির্ণ জমি দেখতে পাবেন। যাওয়ার পথে দেখে যেতে পারেন রোহিঙ্গা বস্তি, আদিবাসী পাড়া, পাহাড়ী গুহা ও মাথিনের কূপ।

 

 

কিভাবে যাবেন?

কক্সবাজার থেকে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন বাস টেকনাফ শহরের উদ্দেশ্যে ছাড়ে। বর্ষাকালে বাস ছাড়ার সময়ের কিছুটা হেরফের হয়। প্রায় ৮০ কিলোমিটার পথ পাড়ি দিরে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর বাস ভাড়া জনপ্রতি ১৪০ টাকা লাগে। অথবা কক্সবাজার থেকে লোকাল বা রিসার্ভ সিএনজি দিয়ে টেকনাফ যাওয়া যায়।

শুকনো মৌসুমে টেকনাফ থেকে সিএনজি নিয়ে শাহপরীর দ্বীপে যেতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। বর্ষাকালে অর্ধেকপথ সিএনজিতে গিয়ে জনপ্রতি ২০ থেকে ৩০ টাকায় নৌকা বা ট্রলার ভাড়া নিতে হয়। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ যেতে সিএনজি ভাড়া নেয় জনপ্রতি ১০০ টাকা। শাহপরীর দ্বীপ জেটির সামনে সিএনজি এসে থামে, সেখান থেকে গোলার চরে পায়ে হেঁটেই যাওয়া যায়।

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?