পুটনী দ্বীপ | Putney Island 17/01/2022


PC:


খুলনা জেলার নৈসর্গিক প্রকৃতির শোভা সুন্দরবনে অবস্থিত একটি দ্বীপের নাম হলো এই পুটনী দ্বীপ বা পুটনী আইল্যান্ড (Putney Island)। স্থানীয় বাসীন্দাদের কাছে এই দ্বীপের অন্য নাম দ্বীপচর। একপাশে দিগন্ত জোড়া সমুদ্র ও অন্যপাশে ঘন বনাঞ্চল এরই মধ্য দিয়ে রয়েছে সবুজ ঘাসের প্রান্তর ও আঁকাবাঁকা খাল। এক কথায় পুটনি আইল্যান্ড এক অপূর্ব স্থান। জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে পুরো এলাকা একেবারে ভাসমান অবস্থায় থাকে এবং আরেকবার অন্যরূপে দেখা যায় ধু ধু বালুচর। শেষ বিকেলের সূর্য এখানে অস্ত যায় আড়পাঙ্গাসিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায়। অন্য দেশে প্রাইভেট আইল্যান্ড বা হলিউডে বিভিন্ন সারভাইভাল মুভিতে চর বা দ্বীপ দেখে থাকেন, ঠিক সেরকম একটি জায়গা পুটনী আইল্যান্ড।

 

হরিণ আর মাছের অভয়ারণ্য হওয়ার কারণে পুটনী দ্বীপে মানুষের তেমন আনাগোনা নেই। যান না জেলেরাও। কারণ, সুন্দরবনে কিছু কিছু এলাকা আছে যেখানে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা। সেখানে, জাল ফেলা দুরে থাক প্রবেশ করায় নিষিদ্ধ। তবে এখানে কাঁকড়ার আধিক্য থাকায় আশেপাশের স্থানীয় অনেকেই কাকড়া আহরণ করতে পুটনী আইল্যান্ডে এসে থাকেন। এই দ্বীপের জঙ্গল ও খালে হরিণ এবং মাছের বিচরণ থাকলেও জানা যায় এখানে কোন বাঘের উপদ্রব নেই।

 

কিভাবে যাবেন?

পুটনী দ্বীপে যেতে চাইলে অবশ্যই বন বিভাগের অনুমতি লাগবে। এক্ষেত্রে অনুমতির জন্য মংলা বন বিভাগের অফিস অথবা হিরন পয়েন্টের বন বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন। অনুমতি নিয়ে বাগেরহাটের মংলা থেকে ট্রলারে চরে দুবলার চর কিংবা হিরন পয়েন্ট হয়ে পুটনী দ্বীপ যেতে পারবেন।

 

কোথায় থাকবেন?

পুটনী দ্বীপে রাত্রিযাপনের কোন ব্যবস্থা নেই। ক্যাম্পিং করে থাকতে চাইলে জোয়ারের পানি পৌঁছাবেনা এমন স্থানে তাঁবু স্থাপন করুন। এছাড়া ট্রলারেও থাকতে পারবেন। হিরণপয়েন্টের নীলকমল, টাইগার পয়েন্টের কচিখালী এবং কাটকায় বন বিভাগের রেস্ট হাউজে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।

 

কোথায় খাবেন?

যদি মংলা থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন তবে ট্রলারে বা দ্বীপে খাওয়াদাওয়া নিয়ে টেনশন করতে হবে না।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?