ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
PC:Aminul joy
অজানাকে জানতে পারার প্রয়োজনীয়তা মানবজাতির অন্যতম চিরন্তন আগ্রহ। এবং যদি সেই জ্ঞান বিনোদনের মাধ্যমে করা হয় তাহলে ত আর বলার উপেক্ষা রাখে না। রাজধানী ঢাকার তেজগাঁও বিজয় শরণির মোড়ের নিকটে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” (Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre) এর উদ্দেশ্য মানুষকে কেবল অজানা সম্পর্কে শিক্ষিত করা নয়, বরং তাদের বৈজ্ঞানিক মন গঠনেও সহায়তা করা। পূর্বে এই নভোথিয়েটারটি ভাষানী নভোথিয়েটার নামে পরিচিত ছিল।
থিয়েটার হিসাবে আখ্যায়িত হলেও বাংলাদেশের একমাত্র নভোথিয়েটার নিয়মিত সিনেমা থিয়েটারের মতো কিছুই নয়। ২৫ শে সেপ্টেম্বর ২০০৪ এ উদ্বোধন করা এই নভোথিয়েটারটিতে 5D মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, 5D ইন্টারেক্টিভ বিনোদন সিমুলেটর, ডিজিটাল এবং বৈজ্ঞানিক প্রদর্শনী গ্যালারী, বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীদের প্রতিরূপ এবং গ্রহ ও সৌরজগতের মডেল রয়েছে। এটিতে ১৫০টি ধারণক্ষমতার একটি মিলনায়তন, ৫০টি বসার সম্মেলন কক্ষ, র্যাম্প হাইড্রোলিক লিফট এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।
নভোথিয়েটারে নিয়মিত দুটি ফিল্ম প্রদর্শিত হয়। একটি মহাকাশবিষয়ক শো ‘জার্নি টু ইনফিনিটি’, অন্যটি বাংলাদেশবিষয়ক তথ্যচিত্র ‘এই আমাদের বাংলাদেশ’। ‘জার্নি টু ইনফিনিটি’ শোতে মহাকাশ বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এটি আমেরিকান ডকুফিল্ম নির্মাতা ড. বিল গুসের সৃষ্টি। এই তথ্যচিত্রটি এখানকার উচ্চক্ষমতার প্রক্ষেপণযন্ত্রের অনিন্দ্য-সুন্দর আলোচ্ছটায় দর্শকদের যেন পৌঁছে দেয় গ্রহ থেকে গ্রহান্তরে, মিল্কিওয়ে ও গ্যালাক্সিতে। আর দেখার পাশাপাশি সিম্যুলেশন ইফেক্টের কারণে দর্শকদের মনে তৈরি হবে ঘটনাস্থলে সশরীরে হাজির থাকার অনির্বচণীয় অনুভূতি। অপর ফিল্মটিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিফলন রয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মূলে যে মানবিকতা, সাম্য, গণতন্ত্র আর অসাম্প্রদায়িকতার চেতনা, তার কথা বর্ণিত আছে। এটি পরিচালনা, চিত্রনাট্য তৈরি ও ধারাবিবরণী করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
প্রতি শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট, দুপুর ১২ টা, বেলা ২ টা, বিকাল ৩ টা ৩০ মিনিট, বিকাল ৫ টা এবং সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রদর্শনী শুরু হয়। আর প্রতি শুক্রবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০ টা, ১১ টা ৩০ মিনিট, বেলা ২ টা ৩০ মিনিট, বিকাল ৪ টা, বিকাল ৫ টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায়। প্রতি সপ্তাহের বুধবার নভোথিয়েটার বন্ধ থাকে। সন্ধ্যার প্রদর্শনীটি শুধুমাত্র গ্রীষ্মকালীন অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাসে প্রদর্শীত হয়।
প্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। ২ বছরের নিচে বাচ্চাদের কোন টিকিটের প্রয়োজন নেই। ৫ ডি মুভি থিয়েটারের প্রতি টিকেটের মূল্য ৫০ টাকা, ৫ ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটরের টিকেটের মূল্য জনপ্রতি ৫০ টাকা, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারির প্রতি টিকেট মূল্য ১০০ টাকা এবং রাইড সিমুলেটরের জনপ্রতি টিকেট মূল্য ২০ টাকা। চাইলে টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে নভোথিয়েটারের যাওয়ার তিন দিন পূর্বে অগ্রীম টিকেট ক্রয় করতে পারবেন।
কিভাবে যাবেন?
রাজধানী ঢাকার যেকোন প্রান্ত থেকে সিএনজি, ট্যাক্সি কিংবা বাসে করে বিজয় সরণীর নভোথিয়েটার আসতে পারবেন। অথবা যদি আপনার পছন্দমত ব্যবস্থায় ফার্মগেট বা জিয়া উদ্যানের কাছে আসতে পারেন তবে মিনিট পাঁচেক পায়ে হেটেই নভোথিয়েটারে পৌঁছে যাবেন।