হাতিরঝিল | Hatirjheel 10/01/2022


PC:


PC:Anwar

ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের যখন দুর্বিষহ অবস্থা যখন প্রান খোজে প্রশান্তির ছোয়া কিংবা একটু বিনোদন তখন ছুটিন দিন কিংবা বিকালটা আনন্দে কটাতে চলে আসতে পারেন ঢাকার আধুনিক বিনোদন কেন্দ্র হাতিরঝিল (Hatirjheel) থেকে। প্রকল্পটি ২ জানুয়ারী, ২০১৩ এ জনগণের জন্য উদ্বোধন করা হয়েছে এবং উন্মুক্ত করা হয়েছে বিশেষ সুবিধা। ৩০২.৮৭২৩ একরের এই জমিতে ৪ টি সেতু, ৪ টি ওভারপাস, ৩ টি ভায়াডাক্টসহ রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র, মসজিদ, শিশুপার্ক, বিশ্বমানের থিয়েটার এবং শরীর চর্চা কেন্দ্র।

 

ইতিহাস থেকে জানা যায়,  ভাওয়াল রাজাদের পোষা হাতিদের পিলখানায় রাখা হয়েছিল। এই সময়, এই হাতিগুলি স্নানের জন্য হ্রদে নিয়ে যাওয়া হতো, এখন যেটি এলিফ্যান্ট রোড নামে সুপরিচিত, হাতিরপুল অঞ্চল। হাতির আগত ও যাওয়ার কারণে এই অঞ্চলের নামের সাথে ‘হাতি’ শব্দ যুক্ত হয়েছে। আর হাতির স্নানের কারণে হ্রদের নাম হাতিরঝিল।

 

হাতিরঝিলের টলটলে পানিতে চালু হয়েছে যাত্রীবাহী ওয়াটারবাস। বর্তমানে মোট ৫টি ওয়াটারবাসের প্রতিটিতে ৪৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। শোভাবর্ধনে স্থাপন করা হয়েছে রঙ-বেরঙের আলোর পানির ফোয়ারা বা মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেইন।  এছাড়াও হাতিরঝিলে চালু করা হয়েছে চক্রাকার বাস সার্ভিস ৩২ থেকে ৪৬ আসনের বাসের ভেতরে যাত্রীরা মুখোমুখি বসতে পারে। বাসটি কাওরান বাজারের এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা, বনশ্রী হয়ে শুরুর স্থানেই শেষ হয়।

 

কিভাবে যাবেন?

ঢাকার যে কোন প্রান্ত থেকে বাস কিংবা সিএনজিতে হাতিরঝিল আসতে পারবেন।

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?