সোহরাওয়ার্দী উদ্যান | Suhrawardy Udyan 10/01/2022


PC:


PC:Tareq Abdullah

সোহরাওয়ার্দী উদ্যান (Suhrawardy Udyan) বাংলাদেশের অন্যতম প্রধান ঐতিহাসিক স্থান। অনেক ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী, সোহরাওয়ার্দী উদ্যান অতীতে রমনা রেসকোর্স মাঠ হিসাবে পরিচিত ছিল। একসময় এটি ঘোড়দৌড়ের মাঠ হিসাবে বিখ্যাত ছিল। এখন এটি গাছের ছায়া ঘেরা সবুজ বৃক্ষরাজিতে ভরপুর সবুজ চত্বর।

 

ঐতিহাসিক পটভূমির জন্য সোহ্‌রাওয়ার্দী উদ্যান বাংলাদেশীদের কাছে জনপ্রিয়। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের সেই বিশ্বকাপানো মহাকাব্য উপস্থাপন করেন। আর ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই সোহ্‌রাওয়ার্দী উদ্যানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। স্বাধীনতার স্বারক হিসাবে এখানে তাই নির্মাণ করা হয়েছে শিখা চিরন্তন এবং স্বাধীনতা স্তম্ভের মত নান্দ্যনিক স্থাপনা।

 

১৯৭৫ সালের পর এলাকাটিকে সবুজে ঘেরা পার্কে পরিণত করা হয়। পার্কের একপাশে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র তথা পার্ক গড়ে তোলা হয়। এছাড়াও সোহ্‌রাওয়ার্দী উদ্যানের আশেপাশে বহু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যার মধ্যে পুরানো হাইকোর্ট ভবন, তিন নেতার মাজার, বাংলা একাডেমী, পরমানবিক শক্তি কমিশন, টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, জাতীয় কবির সমাধি, পাবলিক লাইব্রেরী, বাংলাদেশ জাতীয় জাদুঘর, রমনা পার্ক, ইত্যাদি উল্লেখযোগ্য।

 

কিভাবে যাবেন?

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে চারুকলা ইনস্টিটিউটের বিপরীত পাশে অবস্থিত ছবির হাটের গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারবেন।

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?