ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বাংলাদেশ ও বিশ্বের মুদ্রা ইতিহাস সংরক্ষণ, মুদ্রার ঐতিহ্য ও বিকাশকে সাধারণের মাঝে তুলে ধরার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০১৩ সালের ৫ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম ‘টাকা জাদুঘর’ (Taka Museum)। রাজধানী ঢাকার মিরপুর দুই নাম্বার সেক্টরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির ২য় তলায় টাকা জাদুঘরটির অবস্থান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ আতিউর রহমান ও সংসদের মাননীয় স্পীকার শিরীন শারমিন চৌধুরী এই জাদুঘরের উদ্বোধন করেন। অনেক মুদ্রা সংগ্রাহকদের দান করা মুদ্রা ও কিছু মুদ্রা ক্রয় করে এই জাদুঘর সমৃদ্ধ করা হয়েছে।
টাকা জাদুঘরের দেয়ালে সাজানো আছে রঙ-বেরঙের নকশায় সজ্জিত বৈচিত্র্যময় টাকার সংগ্রহ। কোন মুদ্রা নেই এখানে! প্রাচীন মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমলের দুর্লভ সব মুদ্রা এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আপনি এখানে বাদশাহি আমলের রৌপ্য ও স্বর্ণ মুদ্রা দেখতে পাবেন। তাছাড়া এখানে বাংলাদেশের কড়ি থেকে কাগুজে নোটে বিবর্তনের ধারা তুলে ধরা হয়েছে। এখানে আপনি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মুদ্রা দেখতে পাবেন। এখানে আপনি বাংলাদেশের ফুটো পয়সা ও অতীতের এক টাকার নোট দেখতে পাবেন।
দুইটি গ্যালারিতে বিভক্ত জাদুঘরের প্রথম অংশে উপমহাদেশের বিভিন্ন সময়ের প্রচলিত মুদ্রা দেখতে পাবেন। গুপ্তযুগ ও গুপ্তযুগ পরবর্তী মুদ্রা, হরিকেল রাজ্যে প্রচলিত রৌপ্য মুদ্রা এবং প্রাচীনকাল থেকে চলে আসা কড়িসহ বিভিন্ন যুগের মুদ্রার পাশাপাশি প্রথম গ্যালারির শেষ প্রান্তে ডিওরমার মাধ্যমে বাংলার মুদ্রা বিনিময় ও সঞ্চয়ের পদ্ধতি ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয় গ্যালারিতে বিশ্বের প্রায় ১২০ টি দেশের প্রায় ৩ হাজার পুরাতন মুদ্রা সংগ্রহ করা হয়েছে। আর এই প্রক্রিয়া এখনো চলমান। মুদ্রার পাশাপাশি টাকা জাদুঘরে প্রাচীন মুদ্রা নির্মিত অলঙ্কার, মুদ্রা সংরক্ষণের কাঠের বাক্স, লোহার তৈরি ব্যাংক, লোহার সিন্ধুক ইত্যাদি প্রদর্শনের জন্য রাখা আছে।
এখানে আছে একটি ডিজিটাল কিয়স্ক যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারবেন যেকোনো মুদ্রার ইতিহাস। এই জাদুঘরের আরেকটি মজার ব্যাপার হলো এখানে আপনি নিজের ছবি দিয়ে টাকা ছাপিয়ে নিতে পারবেন। কেবল দশ বিশ টাকা নয় এক লক্ষ টাকার নোটে ছাপা হবে আপনার ছবি।
কিভাবে যাবেন?
রাজধানী ঢাকার যেকোন স্থান থেকে মিরপুর ২ নম্বর সেক্টরে এসে রিকশা বা পায়ে হেঁটে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় অবস্থিত টাকা জাদুঘর পৌঁছাতে পারবেন।