মৈনট ঘাট | Moinot Ghat 04/01/2022


PC:


PC:Khairul Tomal

গৎবাঁধা জীবনের একঘেয়ে রুটিন থেকে বের হয়ে কিছুটা প্রাণের স্পন্দন পেতে শহরের বাহিরে কোথাও ঘুরে আসলে মন্দ হয়না। মিনি কক্সবাজার হিসেবে খ্যাত মৈনট ঘাট শহরবাসীদের জন্য এমনই ঘুরে আসার জন্য দারুণ এক জায়গা। ঢাকা জেলার নবাবগঞ্জের দোহার উপজেলার একটি জায়গা হছে মৈনট ঘাট (Moinot Ghat)।  দিগন্ত-জোড়া জলরাশি আর নদীর বুকে জেলেদের সারি সারি নৌকার সমাহার।

 

নানান কারণে মৈনট ঘাট এখন ঢাকার মানুষের কাছে বেশ জনপ্রিয়। এর প্রধান কারণ ঘাটের আশপাশে বিশেষ করে পূর্ব পাশে বিশাল চর আর সামনে বিস্তীর্ণ পদ্মা। এখানে এসে দুই পাশের চর দেখে অনেকেরই ভুল মনে হতে পারে। এটি কী নদীর চর, নাকি সমুদ্রের কোনো বেলাভূমি! পদ্মার নির্মল সৌন্দর্য উপভোগ করতে হলে দুতিন ঘণ্টার জন্য ইঞ্জিন নৌকা অথবা স্পিড বোট নিয়ে মৈনট ঘাটের কোলাহল ছেড়ে নদীর বুকে ঘুরতে দারুণ লাগবে। এছাড়া এখানে মৌসুমে প্রচুর রং-বেরঙ্গের পালতোলা নৌকাও দেখা যায়। এখানে গোধূলি-বেলার সোনালী রূপ অতুলনীয়। সূর্য ডুবার বিদায় বেলায় প্রকৃতি অসাধারণ রূপ ধারণ করে এখানে। পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করা আপনার জন্য চমৎকার এক অভিজ্ঞতায় পরিণত হবে।

 

মৈনট ঘাটে বেড়াতে গিয়ে পদ্মার মাছও কেনার সুযোগ আছে। নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হওয়া জেলে নৌকা থেকে মাছও কিনতে পারেন। তবে পদ্মার সেই টাটকা মাছের স্বাদ নিতে হলে দাম বেশ কিছুটা বেশিই গুনতে হবে। মৈনট ঘাট ও পদ্মার সৌন্দর্য উপভোগের জন্য দিনের দ্বিতীয়ভাগই ভালো। সেখানে সূর্যাস্ত না দেখে ফেরা উচিৎ হবে না। মৈনট ঘাট গেলে সাথে দেখে আসবেন নবাবগঞ্জের কলাকোপার ঐতিহাসিক গান্ধী মাঠ, প্রাচীন প্রাসাদ, এন হাউজ, জগবন্ধু সাহা হাউজ এবং খেলারাম দাতার বাড়ি। এছাড়া নবাবগঞ্জের দৃষ্টিনন্দন জজ বাড়ি ও উকিলবাড়ি দেখতেও ভুলবেন না।

 

কিভাবে যাবেন?

গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশে ছেড়ে যায় যমুনা পরিবহনে বাস। প্রায় বিশ মিনিট পরপর বাস ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া পড়বে ৮০ থেকে ৯০ টাকা। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন মৈনট ঘাট। মৈনট ঘাট থেকে ঢাকার উদ্দেশে শেষ বাসটি ছেড়ে দেয় সন্ধ্যা ৬টায়। ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে চাইলে একই রুট ধরে অর্থাৎ বাসের রুটটি অনুসরণ করেই যেতে হবে।

 

 

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?