হোসাইনী দালান | Hossaini Dalan 10/01/2022


PC:


PC:David Stanley

পুরান ঢাকার চানখারপুল বহু ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত। ঐতিহাসিক ভাবে বিখ্যাত বহু স্থাপনার অবস্থান এই এলাকাটি জুড়ে।  হোসাইনী দালান (Hossaini Dalan) বা ইমামবাড়া মূলত কারাবালা প্রান্তরে শহীদ হওয়া ইমাম হোসেনের স্মরণে তৈরি শিয়া সম্প্রদায়ের উপাসনা স্থান। পুরান কায় অবস্থিত, এই কাঠামোটি প্রায় 300 বছরের পুরানো। ধারণা করা হয় যে সতেরোশো শতাব্দীতে মোগুল সম্রাট শাহ জাহানের শাসনকালে জনৈক সৈয়দ মুরাদ এই জায়গাটির নির্মাণ কাজ শুরু করেন।

 

ইমাম হোসাইন (রা:) এর রওজা মোবারক অনুকরণে নির্মিত হয়েছে এই ইমামবাড়া। পরবর্তিতে বিভিন্ন শাসনামলের বিভিন্ন সময় অনেকেই হোসেনী দালানের সংস্কার ও পরিবর্ধন করেন। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে ইরান সরকারের উদ্যাগে হোসেনী দালানের ব্যাপক সংস্কার সাধন করা হয়। ইরান সরকার এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। ইরানের স্থপতিবিদ ও শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। ফলে ইরানের ধর্মীয় স্থাপনার বাহ্যিক রূপ ও নান্দনিকতা এ সংস্কার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সংস্কারের আগে ভেতরে রং-বেরঙের নকশা করা কাচের মাধ্যমে যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছিল, তা পরিবর্তন করে বিভিন্ন আয়াত ও মুদ্রা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। একইভাবে এর পূর্বদিকের ফটকে এবং উত্তর দিকের চৌকোনা থামগুলোয় আয়াত ও সুরা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। টাইলসগুলো ইরান থেকে আমদানি করা এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্পকলা ক্যালিগ্রাফি।

 

মুহররমের ১ থেকে ১০ তারিখে হোসেনী দালান ঢাকা শহরের মূল আকর্ষণে পরিণত হয়। মুসলমান সম্প্রদায়ের লোকেরা এখানে সমবেত হয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করতে থাকে। আশুরার দিনে (অর্থাৎ ১০ মুহররম) এখান থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয়, প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে নগরীর পশ্চিম প্রান্তে প্রতীকীভাবে কারবালা নাম দেওয়া একটি স্থানে গিয়ে তা শেষ হয়।

 

কিভাবে যাবেন?

ঢাকা শহরের যেকোন স্থান হতে আপনার সুবিধামত সায়দাবাদ অথবা গুলিস্থান এসে সরাসরি রিকশা নিয়ে চানখাঁরপুল এলাকায় অবস্থিত হোসেনী দালান বা ইমামবাড়া যাওয়া যায়।

 

 

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?