দিয়াবাড়ি | Diabari 04/01/2022


PC:


একটু প্রকৃতির মাঝে মুহূর্ত কাটাতে ঢাকার ভেতরেই রয়েছে দিয়াবাড়ি (Diabari)। কংক্রিটের জঞ্জাল ছেড়ে একটা বিকেল কাটিয়ে আসুন দারুণ সুন্দর প্রকৃতিঘেরা দিয়া বাড়িতে। রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর শরৎকালের অগণিত কাশফুলের শোভায় আপনাকে নিয়ে যাবে শুভ্রতার এক কোমল রাজ্যে। ইট-কাঠের এই নগরীর বুকে এমন কাশফুলের দেখা পেলে মন ভালো না হয়ে উপায় নেই।

 

সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী হতে সৃষ্টি হাওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পাড় বাধিয়ে একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। বিশাল বটগাছ দিয়াবাড়ির সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্নমাত্রা। হরহামেশাই দর্শনীয় এই বটবৃক্ষের ছায়ায় নাটকের দৃশ্য চিত্রায়িত হচ্ছে। দুপাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিটি লাভ করেছে। এয়ারপোর্টের খুব কাছে হওয়ায় এখানে একটু পর পর উড়োজাহাজ দেখা যায়। ঢাকায় এত কাছ থেকে উড়োজাহাজের ওড়াউড়ি আর কোথাও দেখা যায় না।

 

কিভাবে যাবেন?

ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরা রুটের যে কোনো বাসে করে হাউজবিল্ডিং বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখানে নর্থটাওয়ার ও মাসকট প্লাজার সামনেই দিয়াবাড়ি যাওয়ার জন্য রিক্সা পাওয়া যায়। রিক্সায় চড়তে না চাইলে উঠে পড়তে পারেন লাগুনায়। লাগুনা আপনাকে সরাসরি দিয়াবাড়ি বটতলায় নামিয়ে দেবে। এছাড়া প্রাইভেট গাড়ি অথবা সিএনজিতে করেও চলে যেতে পারবেন দিয়াবাড়ি ।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?