ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে জাম্বুরি পার্ক। চট্টগ্রামের আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে পার্কটি গড়ে তোলা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর কতৃক সাজানো আগ্রাবাদে গড়ে ওঠা এই পার্কটি নগরীর সেরা একটি পার্কে হিসেবে ইতোমধ্যে প্রচুর সাড়া জাগিয়েছে।
২০১৮ সালের আগে প্রায় সাড়ে ৮ একর আয়তনের এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, চাঁপা, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুল ইত্যাদি গাছ ছাড়াও জাম্বুরি পার্কে প্রায় ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। আর দর্শনার্থীদের হাঁটার জন্য সবুজ ঘাসে মোড়া এই পার্কে রয়েছে ৮ হাজার ফুট রাস্তা। মাঝে ২টি বড় ফোয়ারা । দৃষ্টিনন্দন এ ফোয়ারা যে কারো নজর কাড়বেই। পার্কের চার কর্নারে রয়েছে চারটি স্থাপনা। প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুইটি করে মোট ৪ টি এবং পশ্চিম ও পূর্ব পাশে একটি করে মোট দুইটি গেট রয়েছে। আর পার্কের উত্তর-পূর্ব ও দক্ষিন-পশ্চিম কোণে রয়েছে দুইটি শৌচাগার।
নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৪টি ক্লোজসার্কিট ক্যামেরা। জলাধারের পাশে রয়েছে দুটি পাম্প হাউস। বৃষ্টি ও জোয়ারের পানি থেকে সুরক্ষার জন্য পুরো পার্কটি সড়ক থেকে তিন ফুট উঁচু করা হয়েছে। পার্কের ভেতরের ও বাইরের পানি নিষ্কাশনের জন্য রয়েছে অভ্যন্তরীণ মাস্টার ড্রেন। স্বাস্থসচেতন মানুষের শরীর চর্চার সুবিধার্থে পার্কটি প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৮টা পর্যন্ত খোলা থাকবে। আবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা অবধি খোলা থাকবে মাঠটি।
কিভাবে যাবেন?
চট্টগ্রাম পৌঁছে সিএনজিতে সহজেই জাম্বুরি পার্ক যেতে পারবেন। বাসে যেতে চাইলে আগ্রাবাদগামী কোন বাসে বাদামতল মোড়ে নেমে পায়ে হেঁটে বা রিকশায় জাম্বুরি পার্ক যাওয়া যায়।