নাপিত্তাছড়া ঝর্ণা ও ট্রেইল | Napittachora Waterfall and Trail 02/05/2021


PC:


আমাদের মধ্যে অনেকেই বান্দরবান, কক্সবাজার, সেন্ট মার্টিনস সহ অনেকগুলো স্থান ঘুরে দেখার জন্য প্রতি বছর চট্টগ্রামের মিরসরাই এবং সীতাকুণ্ড যাই কিন্তু মিরসরাই ও সীতাকুণ্ডের পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য সুন্দর ঝিরি, ছড়া এবং ঝর্ণা যা আমাদের অনেকেরই অজানা। নাপিত্তাছড়া বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। এখানে তিনটি ঝর্ণা রয়েছে। এগুলো হলো কুপিকাতাকুম, মিঠাছড়ি এবং বান্দারকুম বা বান্দারিছড়া।

 

নাপিত্তছড়া একটি ঝিরি ট্রেইল। ঝিরিতে ঝর্ণা, ক্যাসকেড এবং খুম রয়েছে। ট্রেইলটি খুব সুন্দর। কিছুটা হাঁটার অভ্যাস থাকলে যে কেউ একদিনে এসে ঘুরে যেতে পারেন। টিপড়া খুম, কুপিকাটা খুম, বাঘ বিয়ানি শৈলীর বান্দরখুম ট্রেইলের মূল আকর্ষণ এবং আপনি এই সমস্ত কিছুই একটি ট্রেইলে দেখতে পাবেন।

 

কিভাবে যাবেন?

চট্টগ্রামের মিরসরাই এর নয় দুয়ারী বাজার থেকে ৪০-৫০ মিনিট হেঁটে এই ট্রেইল শুরু করতে হবে। পুরো ট্রেইল হেঁটে দেখতে ৪-৫ ঘন্টা লাগবে, তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাটতে কতটুকু অভ্যস্ত তাঁর উপর। চাইলে শুধু নাপিত্তাছড়া ঝর্ণা বা বান্দরখুম ঝর্না দেখেও ফিরে আসতে পারেন।

 

কোথায় খাবেন?

নয়দুয়ারী বাজারে তেমন ভাল খাবার হোটেল নাই। তবে ট্রেইলে যাবার পথে একটা ছোট হোটেল আছে, সেখানে যদি আগে থেকে কি খাবেন তার অর্ডার দিয়ে যান তাহলে আপনাদের জন্যে রান্না করে রাখবে, তাহলে ফিরে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই সব স্থানীয় হোটেলে অনেক স্বল্পমূল্যে খাবার খেতে পারবেন তবুও প্রয়োজনে দাম যাচাই করে নিতে পারেন। এছাড়া সীতাকুণ্ডে আসলে সেখানের সৌদিয়া রেস্তোরা, আপন রেস্তোরা কিংবা আল আমিন রেস্টুরেন্টে পছন্দের খাবার খেতে পারবেন।

You might like

Get the mobile app!

Our app has all your booking needs covered: Secure payment channels, easy 4-step booking process, and sleek user designs. What more could you ask for?