ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
অসংখ্য সৌন্দর্যের এক লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। পাহাড়, পর্বত, ঝর্ণা, ট্রেইল, ইকো পার্ক কি নেই এখানে! এইসব গহীন পাহাড়ে কি পরিমাণ রহস্য আর সৌন্দর্য যে লুকিয়ে আছে তা সেখানে না গেলে বিশ্বাস হবে না। এখানকার পাহাড়ি ট্রেইলের ঝর্ণাগুলোর সৌন্দর্য যেন ভুবন ভোলানো। তেমনি এক অপরূপ ট্রেইল হল কমলদহ। এই ট্রেইলের ঝর্ণাগুলো যেন দুর্গম পাহাড়ি অরণ্যে লুকানো এক সৌন্দর্যের ডালি।
কমলদহ ঝর্ণার ক্যাসকেড পার হয়ে সামনে গেলে দেখতে পাবেন বাম ও ডান দিকে দুটি ঝিরি পথ রয়েছে। এই ঝিরিপথ ধরে সামনে এগোতে হবে। বামদিকে ঝিরি পথ ধরে সামনে এগোতে পারেন অথবা ডানদিকেও সামনে যেতে পারেন। ঝিরিপথ দিয়ে সোজা হাঁটলে পাওয়া যাবে ছাগলকান্দা ঝর্ণা। কমলদহ এমন একটি জায়গা যেখানে আপনি একসাথে অনেকগুলা ঝর্ণা দেখতে পাবেন। সব মিলিয়ে প্রায় ১৫/১৬ টি ঝর্ণা আর ক্যাসকেড আছে। এদের মধ্যে বড় কমলদহ, ছাগলকান্দা, রূপসী, ছুরিকাটাসহ অসংখ্য ছোট বড় ঝর্ণা। এই ট্রেইলটা এতই সুন্দর আর ঝামেলাহীন যে, আপনি সারাদিন হাঁটলেও কখনো ক্লান্তি লাগবে না। আবার এই ঝর্ণার পথ পাড়ি দিয়ে সামনে গেলে পাওয়া যাবে একটি সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ ধরে দুই মিনিট সামনে এগোলে পাওয়া যাবে পাথরভাঙ্গা ঝর্ণা।
কিভাবে যাবেন?
যেখান থেকেই যান আপনাকে প্রথমেই যেতে হবে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট বাজারে। ঢাকা থেকে গেলে চট্রগ্রাম গামী যে কোন বাসে করে যেতে পারবেন। এই জন্যে আপনাকে বড় দারোগাহাট নেমে যেতে হবে।
বড় দারোগার হাট বাজার থেকে ঢাকার দিকে আগালে একটা ইট খোলার দেখা পাওয়া যাবে। এই ইট খোলা পার হয়ে ডানের মাটির রাস্তা ধরে কিছুদুর গেলে ঝিরি পথের দেখা পাওয়া যাবে। এটাই মূলত কমলদহের ঝিরি শুরু। এই ঝিরি ধরে আগালে কমলদহ ঝর্ণার দেখা পাওয়া যাবে। যদিও এটাকে অনেকেই ক্যাসকেড বলে থাকে।