ইনানী বিচ | Inani Beach
02/05/2021
সাজেক ভ্যালি | Sajek…
16/04/2021
চা বাগান | Cha Bagan
03/05/2021
রামু বৌদ্ধ বিহার | Ramu…
02/05/2021
02/05/2021
16/04/2021
03/05/2021
02/05/2021
পাথরের উপর পা মেলিয়ে দিয়ে ঢেউয়ের শব্দ এবং নোনতা বায়ুর সংমিশ্রণ যখন আপনার চুলগুলোকে নাড়া দিয়ে যাবে, এরচেয়ে স্বস্তিযুক্ত অনুভর হয়ত আর কিছুই নেই! ধীর ধীর পায়ে সাদা-ফেনা তরঙ্গ দিয়ে বালির উপরে গোড়ালি-গভীর দাঁড়িয়ে আছেন খেজুরতলা সমুদ্র সৈকত যা দেবে আপনাকে শান্তিপূর্ণ নির্মলতা, নোনতা জলের গন্ধ এবং কৃপণতা, আপনার খালি পায়ে সোনালি বালির অভিজ্ঞতা। এখানে যে কয়টি সুন্দর সৈকত আছে তার মধ্যে সৌন্দর্যের দিক থেকে খেজুরতলা বিচ অনেকটা এগিয়ে।
সৈকতের সৌন্দর্য অবতরনের সবচেয়ে ভাল সময় যখন সূর্যোদয় আকাশ কমলাচ্ছন্ন থাকে। তাছাড়া সৈকতে উপভোগ করার মতো অনেক কিছুই আছে। আপনি ফুটবল খেলতে পারেন, ভলিবল করতে পারেন বা স্বাভাবিক সাঁতারের জন্য যেতে পারেন। শিশুরা স্যান্ডক্যাসল বানিয়ে খেলতে পারে। এছাড়াও আপনি করতে পারেন ওয়াটারস্কিটিং এবং প্যারাগ্লাইডিং। বাঁধের পাথরে বসে আড্ডা দিতে পারেন কিংবা সবুজ ঘাস-বিছানো তীর ধরে হাঁটতে হাঁটতে উপভোগ করতে পারেন আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। বীচের পাশেই দেখতে পাবেন জেলে পাড়ার জনজীবন। আর বন্ধুরা মিলে ঘুরতে গেলে ফুটবল নিয়ে গেলে তো কথাই নেই, সাগরপাড়েই বিশাল মাঠের মত আছে।
খেজুরতলা থেকে দক্ষিণদিকে হাটতে হাটতে আধাঘণ্টায় পৌঁছে যেতে পারেন জাইল্লাপাড়া বীচে। এ জায়গার বাতাবরণ পুরোই ভিন্ন। জেলেপাড়ার ব্যস্ততায় মুখর একটা স্থান। দেখতে পাবেন জেলেদের কেউ জাল বুনছে,কেউবা নৌকা মেরামত,বা কেউ মাছ ধরা-বিক্রি কিংবা শুকিয়ে শুটকি বানানোয় ব্যস্ত। জেলেদের এই বিচিত্র জীবনধারা আপনাকে মুগ্ধ করবে। সেই সাথে এখান থেকে অল্প দামেই নিলাম থেকে কিনে নিতে পারেন তরতাজা ইলিশ, চিংড়ি কিংবা অন্যান্য সামুদ্রিক মাছ।
কিভাবে যাবেন?
চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে আপনাকে আসতে হবে ষ্টীলমিল বাজারে। সেখান থেকে হাতের ডান দিক বরাবর (দক্ষিণ-পশ্চিম) যে রাস্তা গেছে সেখান থেকে অটোবাইক/রিকশা নিয়ে ১০ মিনিটেই পৌঁছে যাবেন খেজুরতলা বীচ।
কোথায় খাবেন?
যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে আপনার জন্য রয়েছে সুখবর! ঐতিহবাহী খাবারে চট্ট্রগ্রাম বেশ সমৃদ্ধ, আর এ জন্য চলে যেতে পারেন হোটেল জামান-এ। আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন চকবাজারে অবস্থিত “মেজবান হাইলে আইয়্যুন” রেস্তোরায়। এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট এদের মধ্যে বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডির নাম, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোষ্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।